Sunday, January 11, 2026

বার্সেলোনার বিদায়ে ফিফা ক্লাব বিশ্বকাপে সুযোগ পেল আতলেতিকো মাদ্রিদ

Date:

Share post:

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল থেকে গতকাল রাতে বিদায় নিয়েছে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। তবে বার্সেলোনার হারে একটি লাভ হয়েছে মাদ্রিদের ক্লাবটির। দিয়েগো সিমিওনের দল ইউরোপ সেরার প্রতিযোগিতা থেকে বিদায় নিলেও টিকিট পেয়েছে ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের। আর সেটি সম্ভব হয়েছে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে পিএসজির কাছে বার্সার হারের কারণে।আগামী বছর ১৫ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে ক্লাব বিশ্বকাপ। প্রথমবারের মতো ৩২ দল নিয়ে আয়োজিত হবে এই টুর্নামেন্ট, যেখানে ইউরোপ থেকে খেলবে ১২টি দল। দক্ষিণ আমেরিকা থেকে ৬টি, আফ্রিকা, এশিয়া ও উত্তর-মধ্য আমেরিকা থেকে ৪টি করে দল। বাকি দুটির একটি ওশেনিয়া মহাদেশের, আরেকটি স্বাগতিক দেশের।

এর আগে সিদ্ধান্ত হয়েছিল, ২০২১ থেকে ২০২৪ সময়ের মধ্যে আফ্রিকা, এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকায় যারা মহাদেশীয় চ্যাম্পিয়ন হয়েছে, তাদের ২০২৫ ক্লাব বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়ে গেছে। সেই হিসাব অনুযায়ী চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ তিনটি সংস্করণের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ ও চেলসির ক্লাব বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়েছে। ফিফার ওয়েবসাইটে বলা হয়েছে, উয়েফার অধীনস্থ ক্লাবগুলো র‌্যাঙ্কিং সিস্টেম অনুযায়ী ২০২৫ ক্লাব বিশ্বকাপে ইউরোপ থেকে জায়গা নিশ্চিত হয়েছে আরও ৭টি ক্লাবের—বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলান, পোর্তো, বেনফিকা, বরুসিয়া ডর্টমুন্ড ও জুভেন্টাসের। চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ তিন মjরসুম এবং এবারের মরসুমে পারফরম্যান্স বিচারে এসব দল ক্লাব বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে।

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল এবার অনুষ্ঠিত হবে ১ জুন লন্ডনে। ফাইনালে জয়ী দল জায়গা পাবে ক্লাব বিশ্বকাপে। আর ক্লাব বিশ্বকাপের বাছাইপর্বের নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়নস লিগে এবার শিরোপাজয়ী দলের পর বাছাই প্রক্রিয়ায় থাকা দলগুলোর মধ্যে র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে থাকা নিশ্চিত আতলেতিকোর—যে কারণে মাদ্রিদের ক্লাবটি এরই মধ্যে জায়গা করে নিয়েছে ক্লাব বিশ্বকাপে।র‌্যাঙ্কিংয়ে আতলেতিকোর চেয়ে পিছিয়ে থেকে গতকাল রাতে কোয়ার্টার ফাইনাল ফিরতি লেগে পিএসজির মুখোমুখি হয়ে ৪-১ গোলে হেরেছে বার্সা। দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলের হারে টুর্নামেন্ট থেকে বিদায়ও নিয়েছে বার্সা। একই রাতে আতলেতিকো বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ফিরতি লেগে ৪-২ গোলে হেরেছে। দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের হারে টুর্নামেন্ট থেকে আতলেতিকো বিদায় নিলেও ক্লাব বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে সিমিওনের দলের।




spot_img

Related articles

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...