Tuesday, August 12, 2025

বার্সেলোনার বিদায়ে ফিফা ক্লাব বিশ্বকাপে সুযোগ পেল আতলেতিকো মাদ্রিদ

Date:

Share post:

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল থেকে গতকাল রাতে বিদায় নিয়েছে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। তবে বার্সেলোনার হারে একটি লাভ হয়েছে মাদ্রিদের ক্লাবটির। দিয়েগো সিমিওনের দল ইউরোপ সেরার প্রতিযোগিতা থেকে বিদায় নিলেও টিকিট পেয়েছে ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের। আর সেটি সম্ভব হয়েছে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে পিএসজির কাছে বার্সার হারের কারণে।আগামী বছর ১৫ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে ক্লাব বিশ্বকাপ। প্রথমবারের মতো ৩২ দল নিয়ে আয়োজিত হবে এই টুর্নামেন্ট, যেখানে ইউরোপ থেকে খেলবে ১২টি দল। দক্ষিণ আমেরিকা থেকে ৬টি, আফ্রিকা, এশিয়া ও উত্তর-মধ্য আমেরিকা থেকে ৪টি করে দল। বাকি দুটির একটি ওশেনিয়া মহাদেশের, আরেকটি স্বাগতিক দেশের।

এর আগে সিদ্ধান্ত হয়েছিল, ২০২১ থেকে ২০২৪ সময়ের মধ্যে আফ্রিকা, এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকায় যারা মহাদেশীয় চ্যাম্পিয়ন হয়েছে, তাদের ২০২৫ ক্লাব বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়ে গেছে। সেই হিসাব অনুযায়ী চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ তিনটি সংস্করণের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ ও চেলসির ক্লাব বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়েছে। ফিফার ওয়েবসাইটে বলা হয়েছে, উয়েফার অধীনস্থ ক্লাবগুলো র‌্যাঙ্কিং সিস্টেম অনুযায়ী ২০২৫ ক্লাব বিশ্বকাপে ইউরোপ থেকে জায়গা নিশ্চিত হয়েছে আরও ৭টি ক্লাবের—বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলান, পোর্তো, বেনফিকা, বরুসিয়া ডর্টমুন্ড ও জুভেন্টাসের। চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ তিন মjরসুম এবং এবারের মরসুমে পারফরম্যান্স বিচারে এসব দল ক্লাব বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে।

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল এবার অনুষ্ঠিত হবে ১ জুন লন্ডনে। ফাইনালে জয়ী দল জায়গা পাবে ক্লাব বিশ্বকাপে। আর ক্লাব বিশ্বকাপের বাছাইপর্বের নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়নস লিগে এবার শিরোপাজয়ী দলের পর বাছাই প্রক্রিয়ায় থাকা দলগুলোর মধ্যে র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে থাকা নিশ্চিত আতলেতিকোর—যে কারণে মাদ্রিদের ক্লাবটি এরই মধ্যে জায়গা করে নিয়েছে ক্লাব বিশ্বকাপে।র‌্যাঙ্কিংয়ে আতলেতিকোর চেয়ে পিছিয়ে থেকে গতকাল রাতে কোয়ার্টার ফাইনাল ফিরতি লেগে পিএসজির মুখোমুখি হয়ে ৪-১ গোলে হেরেছে বার্সা। দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলের হারে টুর্নামেন্ট থেকে বিদায়ও নিয়েছে বার্সা। একই রাতে আতলেতিকো বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ফিরতি লেগে ৪-২ গোলে হেরেছে। দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের হারে টুর্নামেন্ট থেকে আতলেতিকো বিদায় নিলেও ক্লাব বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে সিমিওনের দলের।




spot_img

Related articles

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...