Saturday, August 23, 2025

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের তালিকায় সম্মতি দিয়ে রাজ্যের ছয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে সম্মতি দিলে রাজ্যপাল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গৌড়বঙ্গ থেকে বিশ্বাসরানি গ্রিন ইউনিভার্সিটির উপাচার্যের নিয়োগও রাজ্যের সুপারিশ মেনে অনুমোদন করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। উপাচার্য নিয়োগ প্রক্রিয়া রাজ্য়পালের এই অনুমোদনের অপেক্ষাতেই আটকে ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ মঙ্গলবার আসার পরেই রাজ্যপাল সর্বোচ্চ আদালতে ছয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে সম্মতি দেন।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্য়পালের পক্ষ থেকে রাজ্যের নির্দেশে সম্মতি জানানো হয়। বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ নির্দেশ দেন এক সপ্তাহের মধ্যে যেন উপাচার্য নিয়োগের সব প্রক্রিয়া শেষ হয়। রাজ্যপালের অনুমোদন না পাওয়ায় রাজ্য়ের ছয় বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা সর্বোচ্চ আদালতের নির্দেশে কাটবে এবার।

রাজ্যের সুপারিশ অনুযায়ী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ভাস্কর গুপ্ত। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন পবিত্র চট্টোপাধ্যায়। দার্জিলিং হিল বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য হলেন প্রেম পোদ্দার। সাধু রাম সিএইএনডি মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হল অমিয় কুমার পাণ্ডাকে। হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে তপন কুমারকে। এবং বিশ্বাসরানি রাসমণি গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য হলেন আশুতোষ ঘোষ। বিশ্ববিদ্যালয়গুলিকে নিয়োগ প্রক্রিয়া একসপ্তাহের মধ্যে সম্পূর্ণ করতে বলা হয়েছে।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version