Sunday, November 16, 2025

রাজস্থানের কাছে হেরে পয়েন্ট তালিকায় শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া কেকেআরের

Date:

আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে ওঠার সুযোগ ছিল কলকাতা নাইট রাইডার্সের সামনে। কিন্তু মঙ্গলবার হেরে গিয়ে সেটা সম্ভব হয়নি। রাজস্থান রয়্যালসের কাছে শেষ বলে ২ উইকেটে হেরেছে কেকেআর। তাতে প্রথম স্থানে না উঠে এলেও দ্বিতীয় স্থানে রয়ে গিয়েছে। নেট রান রেটের দৌলতে পয়েন্ট তালিকায় নীচে নামেনি শাহরুখ খানের দল। আগের মতোই শীর্ষে রয়েছে রাজস্থান। সঞ্জু স্যামসনের দলের সাত ম্যাচে ১২ পয়েন্ট। তারা একটিই ম্যাচ হেরেছে গুজরাট টাইটান্সের কাছে। রাজস্থানের নেট রান রেট +০.৬৭৭। দ্বিতীয় স্থানে কলকাতা নাইট রাইডার্স। গৌতম গম্ভীরের দল ছ’টি ম্যাচের চারটিতে জিতেছে, দু’টি ম্যাচ হেরেছে। তাদের পয়েন্ট ৮। মোট তিনটি দল ছয় ম্যাচে ৮ পয়েন্টে রয়েছে। কিন্তু নেট রান রেটে এগিয়ে কলকাতা। ১০টি দলের মধ্যে কলকাতার রান রেটই সব থেকে ভাল। শ্রেয়স আয়ারের দলেরই একমাত্র ১-এর উপর (+১.৩৯৯) নেট রান রেট।

তিন এবং চার নম্বরে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতার মতোই এই দুই দলেরও ছয় ম্যাচে ৮ পয়েন্ট। নেট রান রেটে মহেন্দ্র সিংহ ধোনিরা এগিয়ে। চেন্নাইয়ের রান রেট যেখানে +০.৭২৬, সেখানে হায়দরাবাদের ক্ষেত্রে এই সংখ্যাটা +০.৫০২। পাঁচ ও ছয় নম্বরে লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্স। দুই দলেরই ছয় ম্যাচে ৬ পয়েন্ট। নেট রান রেটে লখনউ এগিয়ে। সঞ্জীব গোয়েন‌্কার দলের নেট রান রেট যেখানে +০.০৩৮, সেখানে শুভমন গিলের গুজরাটের নেট রান রেট -০.৬৩৭।

এর পর চার পয়েন্টে রয়েছে তিনটি দল। পাঞ্জাব কিংস, মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস তিনটি দলই ছ’টি করে ম্যাচ খেলেছে। নেট রানে রেটে পঞ্জাব (-০.২১৮) সাত নম্বরে, মুম্বই (-০.২৩৪) আটে এবং দিল্লি (-০.৯৭৫) ন’নম্বরে রয়েছে।পয়েন্ট তালিকায় সবার নীচে রয়েছে বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়ের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা সাতটি ম্যাচ খেলে জিতেছে মাত্র একটি, হেরেছে ছ’টি ম্যাচ। বেঙ্গালুরুর পয়েন্ট ২। তাদের নেট রান রেট -১.১৮৫।




Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version