Wednesday, November 5, 2025

বিরাট কোহলি নিজেকে এক নম্বর ভাবেন, রঘুরাম রাজনের প্রশংসা না বদনাম?

Date:

দেশের অর্থনীতি নিয়ে বলতে গিয়ে বিরাট কোহলির প্রসঙ্গে প্রশংসায় দরাজ আরবিআই-এর প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। ভারতের যুব সম্প্রদায়ের একটা অংশ নিজেদের কোনওভাবেই দ্বিতীয় মনে করেন না, ঠিক যেমন বিরাট কোহলি নিজেকে কারো পরে মনে করেন না। কিন্তু ভারতে সেই যুব সম্প্রদায়েরই কোনও স্থান নেই, তাঁরা বাইরে স্টার্ট আপ খুলতে যাচ্ছে। যুব সম্প্রদায়ের প্রতিভার প্রশংসা করে বিরাট কোহলির সঙ্গে এভাবেই তুলনা করেন প্রাক্তন আরবিআই গভর্নর রঘুরাম রাজন। কিন্তু বিজেপি আমলে কর্মসংস্থান বা বাজারে টাকার পরিস্থিতি এত খারাপ যে স্টার্ট আপ খুলতেও এই দেশ ছেড়ে যাচ্ছে যুব সম্প্রদায়।

একটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে গিয়ে আরবিআই-এর প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন বলেন বিজেপি ২০৪৭-এ বিশ্বের সেরা অর্থনীতির যে স্বপ্ন দেখাচ্ছে তার জন্য যে কাজ করা দরকার, বর্তমান পরিস্থিতির যে শুভ দিকগুলি নিয়ে কাজ করা উচিত তা কেউ করছে না। জিডিপি নিয়ে সরকারের অত্যুক্তিকে রাজন ফাঁপা বলে উল্লেখ করেন। বর্তমানে যে ৬ শতাংশ জিডিপি বৃদ্ধিতে দেশের অবস্থান সেই পরিস্থিতিতে চীন ও কোরিয়া অনেক বেশি বৃদ্ধি দেখেছিল, যখন তারা তাদের অর্থনৈতিক উন্নয়নের শিখরে ছিল।

এর কারণ হিসাবে জনসংখ্যাগত লাভের পরিমাণ কমে যাওয়া নয়, দেশের বেকারত্বকে দায়ী করেন রাজন। এই পরিস্থিতিকে সামাল দিতে কীভাবে এগোতে হবে তার দিশা নেই। পাশাপাশি তিনি দাবি করেন, বেকারের সংখ্যা খুব বেশি, ছদ্ম বেকারের সংখ্যা আরও বেশি। কৃষিক্ষেত্রে ও চাকরির ক্ষেত্রে অংশীদারিত্ব বেড়েছে। এবং অবশ্যই এটা দেখা যাচ্ছে উচ্চ শিক্ষিত বেকারদের ক্ষেত্রে। এবং একটা বিরাট সংখ্যায় তারা সরকারি চাকরির জন্য আবেদন করছে। গবেষকরা পিওনের পদের জন্য আবেদন করছেন।

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version