Saturday, August 23, 2025

“বিচারপতির নামে কলঙ্ক”, অভিজিৎকে “গো ব্যাক” স্লোগান পোস্টারে ছয়লাপ তমলুক!

Date:

নামের ভারেই ভোট বৈতরণী পার হতে চাইছেন তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রচারে সেভাবে দৌড়ঝাঁপ করতে দেখা যাচ্ছে না তাঁকে। অন্যদিকে, চাঁদিফাটা রোদ আর তীব্র দাবদাহের মধ্যে গোটা তমলুক লোকসভা চোষে ফেলছেন তৃণমূল ও সিপিএমের দুই যুবনেতা। স্বেচ্ছাবসর নেওয়া বিচারপতিকে নিয়ে আড়ালে আবডালে বিজেপির একাংশ বলতে শুরু করেছেন, এখনই যদি অভিজিৎবাবু ক্লান্ত হয়ে পড়েন, তাহলে তো ভোটের পর আর খুঁজেই পাওয়া যাবে না! আসলে বিচারপতি থাকাকালীন কিছু বঞ্চিত চাকরিপ্রার্থীর কাছে “ভগবান” হয়ে গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু যেভাবে রাজনীতিতে নাম লিখিয়েছেন, তাতে রাতারাতি অনেকের কাছেই “শয়তান” হয়ে গিয়েছেন প্রাক্তন বিচারপতি!

এরই মাঝে আবার অভিজিৎ বিরোধিতায় পোস্টার! ময়না বাজার সহ তমলুক লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় নামে পোস্টার। সেখানে লেখা, “বিচারপতি নামে কলঙ্ক অভিজিৎ গঙ্গোপাধ্যায়”, “গো ব্যাক”! যা নিয়ে শুরু হয়ে জোর রাজনৈতিক তরজা।

তমলুকের পর এবার ময়নায় পড়ল অভিজিতের নামে পোস্টার। ময়নার বলাইপণ্ডা এলাকায় কার্যত এই পোস্টারে ছেয়ে গিয়েছে। যা নিয়ে টিপ্পনী কাটতে ছাড়েননি তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, “মানুষ ওনাকে পছন্দ করছেন না। তাই এরকম পোস্টার দেওয়া রয়েছে। তার ক্রেডিট হচ্ছে হাজার হাজার মানুষের চাকরি খাওয়া। তমলুকের মানুষ শিক্ষিত, তাই তমলুকের মানুষ এগুলো মেনে নেবেন না।”

পোষ্টার নিয়ে সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন , “এ ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছি না। তমলুকের মানুষকে একটু বলতে বলুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কত কিলোমিটার রাস্তা হেঁটেছেন?”

 

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version