Tuesday, November 4, 2025

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন! রাত পোহালেই রাজ্যের তিন আসনে প্রথম দফার ভোট গ্রহণ। প্রথম দফায়, উত্তরবঙ্গের ৩ কেন্দ্র কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট। তুঙ্গে তৎপরতা। চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। আজ, বৃহস্পতিবার সকাল থেকেই কেন্দ্রে আসা শুরু করেছেন ভোটকর্মী ও নিরাপত্তারক্ষীরা।

একনজরে ৩ কেন্দ্রের ভোটচিত্র

কোচবিহার: সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, এই লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৯ লক্ষ ৬৬ হাজার ৮৯৩ জন। তার মধ্যে মহিলা ভোটার ৯ লক্ষ ৫১ হাজার ৯৯৬ জন। পুরুষ ভোটার ১০ লক্ষ ১৪ হাজার ৮৬৪ জন। তৃতীয় লিঙ্গ ৩৩ জন।

এই লোকসভা কেন্দ্রে মোট বুথ ২০৪৩। তার মধ্যে স্পর্শকাতর বুথ ১৯৬।

মোট ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মোট রাজ্য পুলিস মোতায়েন করা হয়েছে ৪০০০।

এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৪ জন প্রার্থী।

আলিপুরদুয়ার: সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, এই লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৭ লক্ষ ৭২ হাজার ৮৭৭জন।

এই লোকসভা কেন্দ্রে মোট বুথ ১৮৬৭। তার মধ্যে স্পর্শকাতর বুথ ১৫৯।

মোট ৬৩ কম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হয়েছে। সঙ্গে থাকছে ২৫০০ জন রাজ্য পুলিশ। সব বুথেই থাকছে ৬ জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। বুথের বাইরে থাকছে রাজ্য পুলিশের বিশেষ টিম।

এই কেন্দ্র থেকে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জলপাইগুড়ি: এই লোকসভা কেন্দ্রে মোট বুথ ১৯০৪। তার মধ্যে স্পর্শকাতর বুথ ৩৯১।

অর্থাৎ কাল প্রথম দফায় মোট ৫৮১৪ বুথের মধ্যে মোট স্পর্শকাতর বুথ ৭৪৬।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version