৩ বছর পার। ২০২১ সালের বিধানসভা ভোটের সেই অভিশপ্ত ঘটনা আজও টাটকা সকলের স্মৃতিতে। যেখানে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন চার নিরীহ গ্রামবাসী। বিধানসভা ভোটে সেই গুলিকাণ্ডের জের। কোচবিহারের শীতলকুচির সেই বুথে এবার থাকছে না CISF! সিঙ্গল বুথ হওয়ায় হাফ সেকশন সেন্ট্রাল ফোর্স মোতায়েনের সিদ্ধান্ত নিল কমিশন। থাকবে SSB, ITBP, BSF, CRPF। সূত্রের খবর তেমনই।

প্রসঙ্গত, ২০২১ সালের ১০ এপ্রিল বিধানসভা নির্বাচনে চতুর্থ দফায় ভোট হয়েছিল কোচবিহারের শীতলকুচিতে। কিন্তু ভোটের দিন জোড়পাটকির ১২৬ নম্বর বুথে বিক্ষিপ্ত একটি অশান্তি সামলাতে গিয়ে বুক লক্ষ্য করে গুলি চালায় CISF। মৃত্যু হয় ৪ জনের। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যে।

উল্লেখ্য, আগামিকাল শুক্রবার লোকসভা ভোটের প্রথম দফায় রাজ্যের তিন আসনে ভোট। হাতের আর মাত্র ২৪ ঘণ্টা। শুক্রবার প্রথম দফাতেই ভোট হবে কোচবিহারে। সঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও।
