মুর্শিদাবাদের ঘটনা বিজেপির পূর্বপরিকল্পিত, বিধায়ককে গ্রেফতারের দাবি মমতার

মুর্শিদাবাদের ঘটনায় বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গেরুয়া শিবিরের পূর্বপরিকল্পিত চক্রান্তের বিরুদ্ধে গর্জে উঠলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার রায়গঞ্জের ইসলামপুরের সভামঞ্চ থেকে মমতা বলেন, মুর্শিদাবাদের ঘটনা বিজেপির (BJP) পূর্বপরিকল্পিত চক্রান্ত। উত্তেজনায় মদত দিয়ে এখন সংখ্যালঘুদের নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।নির্বাচনী সভার মঞ্চ থেকেই তিনি প্রশ্ন ছুঁড়লেন, ‘পরশু দিনের ঘটনা কারা ঘটিয়েছিল? আমি চ্যালেঞ্জ করে বলছি, ঘটনা ঘটিয়েছিল বিজেপি। প্রথম আক্রমণ করল কারা? বিজেপি। বিজেপির বিধায়ক দলবদল নিয়ে গেলেন। রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে যেতে কে বলেছে?’

বুধবার মুর্শিদাবাদের সংঘর্ষের ঘটনায় ওসি সহ আহত হয়েছেন বেশ কয়েকজন। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বক্তৃতা থামিয়ে মোবাইলে মুর্শিদাবাদে আহতদের ছবি দেখান। বিজেপিকে নিশানা করে বলেন, ‘মাথা ফাটিয়ে দিলেন আপনারা, মারলেন আপনারা। আর কমিশনে গিয়ে বলছেন তৃণমূল আক্রমণ করেছে! বিজেপি বিধায়ক দলবদল নিয়ে গিয়ে ঝামেলা করলেন, কেন তিনি গ্রেফতার হবেন না?’ এ প্রসঙ্গে কমিশনের জবাব চেয়েছেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি রামনবমীর আগের দিন ডিআইজি বদল নিয়েও প্রশ্ন তোলেন তিনি। স্পর্শকাতর জেলায় এভাবে ডিআইজি বদল করে পরিস্থিতি জটিল করা হলো বলে জানান মমতা। তিনি বলেন মিছিল হয় শান্তিপূর্ণ হওয়া উচিত অথচ বিজেপি অস্ত্র নিয়ে মিছিল করে। এরপরেও কেন বিজেপি বিধায়ককে গ্রেফতার করা হলো না তা নিয়ে সুর চড়ান মমতা।

 

Previous article‘ইমপ্যাক্ট প্লেয়ার’-এর নিয়ম পছন্দ নয় রোহিতের, দিলেন উদাহরণ
Next articleমাহির কাছে অদ্ভুত আবদার লখনৌ-এর, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়