‘ইমপ্যাক্ট প্লেয়ার’-এর নিয়ম পছন্দ নয় রোহিতের, দিলেন উদাহরণ

গতবছর থেকে আইপিএল-এ চালু হয়েছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ খেলানোর নিয়ম। আইপিএল-এ প্রতিটি দলই জেতার জন্য নিজেদের সুবিধা মতো ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ খেলায়।কিন্তু এই নিয়ম নাকি একদমই পছন্দ নয় ভারত অধিনায়ক রোহিত শর্মার। বরং রোহিত জানান, ক্রিকেটকে তিনি এগারো জনের খেলা হিসেবেই দেখতে চান।

এই নিয়ে আইপিএলের মাঝেই এক সাক্ষাৎকারে রোহিত বলেন, “ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটা আমার খুব একটা পছন্দ নয়। এর ফলে অলরাউন্ডারদের প্রয়োজন কমে গিয়েছে। ক্রিকেটটা এখন ১২ জনের খেলা হয়ে গিয়েছে। এর ফলে ক্রিকেটটা নষ্ট হচ্ছে। দর্শকের জন্য যদিও খুব উপভোগ্য হচ্ছে ব্যাপারটা।“ রোহিতের মতে এই নিয়মের ফলে ভারতীয় অলরাউন্ডারেরা সুযোগ পাচ্ছেন না।এক্ষেত্রে রোহিত উদাহরন টানেন ওয়াশিংটন সুন্দরের। রোহিতের ওয়াশিংটন সুন্দরের মতো ক্রিকেটারকে দলে নেওয়া হচ্ছে না। শিবম দুবে ব্যাট হাতে রান করলেও বল করছেন না। এই নিয়ে রোহিত বলেন, “ভারতীয় ক্রিকেটের দিক থেকে দেখতে গেলে ওয়াশিংটন, শিবমেরা বল করছে না। এটা দলের জন্য ভাল দিক নয়। কী করব জানি না। দলে ১২ জন ক্রিকেটার রয়েছে। খেলার পরিস্থিতি বুঝে একজনকে দলে আনা হচ্ছে। এটা দেখতে খুব ভাল লাগছে। কিন্তু এই বাড়তি ক্রিকেটার দলে আসার পর থেকে সাত বা আট নম্বরের ব্যাটার সুযোগ কম পাচ্ছেন। আলাদা করে ব্যাটার নামানোর সুযোগও পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন- গুজরাতের বিরুদ্ধে কীভাবে এল সাফল্য? ফাঁস করলেন মুকেশ কুমার

Previous articleউচ্চ মাধ্যমিকের প্রথম ও তৃতীয় সেমিস্টারের ক্লাস শুরু মে মাসেই, জানাল সংসদ
Next articleমুর্শিদাবাদের ঘটনা বিজেপির পূর্বপরিকল্পিত, বিধায়ককে গ্রেফতারের দাবি মমতার