Monday, November 17, 2025

তাপপ্রবাহের আবহেই বন্যা নিয়ন্ত্রণের আগাম প্রস্তুতি শুরু রাজ্যের

Date:

রাজ্যের প্রায় সব জেলাতেই তীব্র দাবদাহ। কালবৈশাখী বা ছিটেফোঁটা বৃষ্টির নামগন্ধও নেই। তাপপ্রবাহের এই আবহেই বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে সেচ পরিষেবার প্রাকবর্ষা রক্ষণাবেক্ষণ শুরু করছে রাজ্য সরকার। প্রাথমিক ভাবে এই খাতে প্রায় ৬৭ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

জলসম্পদ ভবন থেকে নির্দেশনামা জারি করে সেচ দপ্তরের ডিভিশনাল ইঞ্জিনিয়ারদের এই অর্থ প্রয়োজনমাফিক বিলি-বণ্টনের অঙ্কও বেঁধে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাজের জন্য ১৫ মে-র মধ্যে ডিপিআর জমা দেওয়ার দিনও ধার্য করেছেন সেচকর্তারা।

বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বন্যা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ যাতে আগেভাগেই মজুত করে রাখা যায়, তার উপর। যাতে বন্যাজনিত বিপর্যয় হলে এগুলিকে কাজে লাগানো যায়। এই সামগ্রীগুলির মধ্যে রয়েছে নদীবাঁধ সুরক্ষার জন্য ভেটিভার ঘাস, বোল্ডার, বালিভর্তি বস্তা, ইট, মাটি, বাঁশ ইত্যাদি।
অগ্রাধিকারের তালিকায় রয়েছে স্লুইস গেট, চ্যানেল গেট বা বিভিন্ন খালগুলির গেট মেরামতি ও রক্ষণাবেক্ষণ। খালগুলির জল আসা-যাওয়ার পথ পরিষ্কার রাখা ও বাঁধ থেকে সরে যাওয়া বোল্ডারগুলি যথাস্থানে রাখার উপরও জোর দেওয়া হচ্ছে। বিশেষ নজর থাকছে পাম্পিং স্টেশনগুলির সারাইয়ের উপরও।

বিভিন্ন ডিরেক্টরেটের চিফ ইঞ্জিনিয়াররা সর্বোচ্চ কত টাকা খরচ করতে পারবেন, তার সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেচ আধিকারিকরা জানিয়েছেন আর্থিক বছর শুরু হওয়ার অনেক আগে টাকা বরাদ্দ করায় খুবই সুবিধা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করাটা বেশি গুরুত্বপূর্ণ।




Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version