Tuesday, November 4, 2025

গরমের দাপট থেকে বাঁচতে কোচবিহারের ভোটকেন্দ্রে বিশেষ ব্যবস্থা!

Date:

রাত পোহালেই প্রথম দফার লোকসভা নির্বাচন (First Phase of Loksabha Election)। জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে শুক্রবার সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হবে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা থাকলেও যেভাবে গরমের দাপট বেড়েছে তাতে ভোট দিতে এসে যাতে সাধারণ মানুষের এবং ভোট কর্মীদের কোন সমস্যা না হয় সেই কারণে কোচবিহার (Coochbehar) জেলা জুড়ে বিভিন্ন ভোটকেন্দ্রে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে খবর এবছর ১২ হাজারের বেশি ভোট কর্মী আড়াই হাজার বুথে ভোটগ্রহণের দায়িত্বে থাকবেন। কর্মীদের জন্য ভোট কেন্দ্রে যাওয়ার সময় সঙ্গে ওআরএস, পানীয় জল, প্যারাসিটমল জাতীয় কিছু প্রয়োজনীয় ওষুধ দিয়ে রাখা হবে। এছাড়াও প্রতিটি ভোট কেন্দ্রকে লাগোয়া স্বাস্থ্যকেন্দ্রর আওতায় নিয়ে আসা হয়েছে। প্রয়োজন হলে স্বাস্থ্যকেন্দ্র থেকে হাসপাতালে রেফার করার জন্য থাকছে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স ব্যবস্থা।

গরমে ভোট দিতে গিয়ে লম্বা লাইনে দাঁড়াতে হতে পারে তাই সব ভোট গ্রহণ কেন্দ্রে পর্যাপ্ত ছাউনি আছে কিনা তা আগে থেকেই দেখে নেওয়া হয়েছে।জেলাপ্রশাসন জানিয়েছে সব হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্র গুলিতে ভোটকর্মীদের জন্য অতিরিক্ত রিজার্ভ বেডের ব্যবস্থাও আছে। কোচবিহারে ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থাকছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ১০০ কোম্পানি বাহিনী পৌঁছে যাওয়ার খবর মিলেছে। তাঁরা ভোটগ্রহণ কেন্দ্রে কী কী দায়িত্ব সামলাবেন সেই ব্যাপারে সিআইএসএফ (CISF) কর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে প্রশাসনের। এসডিও বিডিওরা বিভিন্ন গ্রামে গিয়ে মানুষকে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব বুঝিয়েছেন।

কোচবিহার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা জানান এই গরমে ভোট গ্রহণে যেতে ভোট কর্মীদের যাতে কোনও অসুবিধা না হয় সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন কর্তারা কোথায় কোথায় গেছেন সেই রিপোর্ট জমা পড়েছে নির্বাচন কমিশনে। জেলার সব বুথে ওয়েট কাস্টিং এর উপর জোর দেওয়া হয়েছে। নির্বাচন সংক্রান্ত কোন অভিযোগ থাকলে তা চিঠি বা মোবাইলের মাধ্যমে সরাসরি জানানো যাবে। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version