Friday, December 19, 2025

কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে বিজেপির হামলা, আক্রান্ত আদিবাসী যুবক

Date:

Share post:

প্রথম দফার লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগের রাতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নক্কারজনক ঘটনা রানাঘাটে (Ranaghat)। বিজেপির লোকসভার প্রার্থী জগন্নাথ সরকার(BJP Candidate Jagannath Sarkar) কেন্দ্রীয় জওয়ানদের নিয়ে হামলা চালালেন সুব্রত মুন্ডা (Subrata Munda) নামে এক আদিবাসী যুবকের উপর। বেধড়ক পিটিয়ে সুব্রতকে প্রায় আধমরা করে দেওয়ার অভিযোগ জগন্নাথের বিরুদ্ধে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই যুবক। প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের।

কখনও সিবিআই- ED, কখনও ইনকাম ট্যাক্স – এজেন্সি রাজনীতির বলে বলীয়ান বিজেপি সরকার বাংলায় পরাজয়ের ভয়ে এবার কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নির্বাচনের আগেই সন্ত্রাস শুরু করে দিল। ঠিক কী ঘটেছিল রানাঘাটে? স্থানীয় সূত্রে জানা যায়, বহুদিন থেকে আদিবাসী পরিবারটির জমি দখল করে রেখেছিল বিজেপি। সেই জমিতেই গাছ কাটা হচ্ছিল। সুব্রত বাধা দিতে গেলে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে জগন্নাথ সরকারের গুন্ডারা তাঁর ওপর চড়াও হয়।আহত সুব্রত জানান, পনেরো বছর আগে তাঁদের ঠকিয়ে জমি দখল করা হয়েছে। গাছ কাটার প্রতিবাদ করতে যাওয়ায় জওয়ানরা পাথর ছুড়ে মারে তাঁকে। যেভাবে বিজেপি এবং তার দোসররা আদিবাসী সমাজের উপর অত্যাচার করছে এটা তারই নমুনা। গোটা ঘটনায় এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। প্রতিবাদ বিক্ষোভ করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষরা। আক্রান্তকে রাতে হাসপাতালে দেখতে যান তৃণমূল নেতা সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta) । তিনি বলেন এই ঘটনার জবাবদিহি করতে হবে নির্বাচন কমিশনকে (EC)। আদিবাসী সমাজ বিজেপির ভন্ডামি ধরতে পেরে গেছে, তাদের প্রত্যাখ্যান করেছে তাই এই আক্রমণ নেমে এসেছে বলে, তোপ দাগেন তিনি। তাঁর কথায়, মানুষ ক্ষিপ্ত হলে, জনরোষ সৃষ্টি হলে বিজেপি সামলাতে পারবে তো? এই ধরনের অত্যাচারের ফল বিজেপিকে ভুগতে হবে। ভোটেই তার প্রমাণ মিলবে বলেও জানান সব্যসাচী।

 

spot_img

Related articles

গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

ব্যাপক ঠান্ডা দিল্লিতে (Delhi)। এর মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল...

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত...

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...