Wednesday, November 5, 2025

কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে বিজেপির হামলা, আক্রান্ত আদিবাসী যুবক

Date:

প্রথম দফার লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগের রাতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নক্কারজনক ঘটনা রানাঘাটে (Ranaghat)। বিজেপির লোকসভার প্রার্থী জগন্নাথ সরকার(BJP Candidate Jagannath Sarkar) কেন্দ্রীয় জওয়ানদের নিয়ে হামলা চালালেন সুব্রত মুন্ডা (Subrata Munda) নামে এক আদিবাসী যুবকের উপর। বেধড়ক পিটিয়ে সুব্রতকে প্রায় আধমরা করে দেওয়ার অভিযোগ জগন্নাথের বিরুদ্ধে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই যুবক। প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের।

কখনও সিবিআই- ED, কখনও ইনকাম ট্যাক্স – এজেন্সি রাজনীতির বলে বলীয়ান বিজেপি সরকার বাংলায় পরাজয়ের ভয়ে এবার কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নির্বাচনের আগেই সন্ত্রাস শুরু করে দিল। ঠিক কী ঘটেছিল রানাঘাটে? স্থানীয় সূত্রে জানা যায়, বহুদিন থেকে আদিবাসী পরিবারটির জমি দখল করে রেখেছিল বিজেপি। সেই জমিতেই গাছ কাটা হচ্ছিল। সুব্রত বাধা দিতে গেলে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে জগন্নাথ সরকারের গুন্ডারা তাঁর ওপর চড়াও হয়।আহত সুব্রত জানান, পনেরো বছর আগে তাঁদের ঠকিয়ে জমি দখল করা হয়েছে। গাছ কাটার প্রতিবাদ করতে যাওয়ায় জওয়ানরা পাথর ছুড়ে মারে তাঁকে। যেভাবে বিজেপি এবং তার দোসররা আদিবাসী সমাজের উপর অত্যাচার করছে এটা তারই নমুনা। গোটা ঘটনায় এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। প্রতিবাদ বিক্ষোভ করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষরা। আক্রান্তকে রাতে হাসপাতালে দেখতে যান তৃণমূল নেতা সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta) । তিনি বলেন এই ঘটনার জবাবদিহি করতে হবে নির্বাচন কমিশনকে (EC)। আদিবাসী সমাজ বিজেপির ভন্ডামি ধরতে পেরে গেছে, তাদের প্রত্যাখ্যান করেছে তাই এই আক্রমণ নেমে এসেছে বলে, তোপ দাগেন তিনি। তাঁর কথায়, মানুষ ক্ষিপ্ত হলে, জনরোষ সৃষ্টি হলে বিজেপি সামলাতে পারবে তো? এই ধরনের অত্যাচারের ফল বিজেপিকে ভুগতে হবে। ভোটেই তার প্রমাণ মিলবে বলেও জানান সব্যসাচী।

 

Related articles

SIR-NRC আতঙ্কে আত্মহত্যা ভাঙড়ে, পরিবারের পাশে শওকত মোল্লা

ফের এসআইআর-এনআরসি(SIR-NRC) আতঙ্কে আত্মহত্যা। ভাঙড়ে(Bhangar) মৃতের সফিকুল গাজি(Safikul gazi)। বুধবার সকালে বাড়ি থেকে পাওয়া গিয়েছে তাঁর মৃতদেহ। কান্নায়...

কেন্টাকির লুইসভিলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা!

টেক অফের সময় বিপত্তি, ইউপিএস কার্গো বিমানে (UPS Cargo Flight) হঠাৎ বিস্ফোরণ! মুহূর্তের মধ্যে পুড়ে ছাই ম্যাকডোনেল ডগলাস...

SIR বিরোধিতায় ঠাকুরনগরে অনশন মতুয়া সম্প্রদায়ের একাংশের

এসআইআরের (SIR) কারণে এক কোটির বেশি মতুয়া সম্প্রদায় মুক্ত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বিজেপি ইচ্ছাকৃতভাবে চক্রান্ত...

হরমনপ্রীতের নয়া কীর্তি: ‘বাহুবলী কন্যার’ বাহুতে বিশ্বকাপ

দীর্ঘ অপেক্ষার অবসন ঘটিয়ে হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur )হাতে উঠেছে বিশ্বকাপ ট্রফি(ICC World Cup)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সোনালী ফ্রেমে...
Exit mobile version