Saturday, May 3, 2025

বাংলায় প্রথম দফা ‘শান্তিপূর্ণ’, বিক্ষিপ্ত অশান্তিতে গ্রেফতার ১২ জন

Date:

লোকসভা নির্বাচনের প্রথম দফায় রাজ্যের তিন কেন্দ্রে নির্বাচন সামগ্রিকভাবে শান্তিপূর্ণ বলে জানালেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব। বিক্ষিপ্ত অশান্তির ঘটনায় মোট ১২ জনকে গ্রেফতার করা শুধুমাত্র কোচবিহার কেন্দ্র এলাকা থেকে। বিকাল পাঁচটা পর্যন্ত রাজ্যের ভোট পড়েছে ৭৭.৫৭ শতাংশ, যা শুক্রবার দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বোচ্চ।

প্রথম দফার নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ কোচবিহারেই সবথেকে বেশি বলে জানান মুখ্য নির্বাচনী আধিকারিক। বিভিন্ন মাধ্যমে ৫৫৬টি অভিযোগ দায়ের হয়েছে কমিশনের দফতরে, যার মধ্যে ৯৯টি বাতিল হয়েছে। কমিশন ৩৫৬টি অভিযোগের সমাধানও করেছে বলে জানান সিইও। কোচবিহার থেকে জমা পড়েছে ২৬৯ অভিযোগ, আলিপুরদুয়ার থেকে ১৬২টি, জলপাইগুড়ি থেকে ১২৫টি অভিযোগ জমা পড়েছে কমিশনে। ভোটকে ঘিরে এখনও পর্যন্ত বেআইনি নগদ অর্থ বাজেয়াপ্তের পরিমাণ ১৪.১১ কোটি টাকা। মোট ১০ টি বোমা উদ্ধার করা হয়েছে। তবে কোথাও কোনো বোমা ফাটার ঘটনা ঘটেনি।

শুক্রবার ৫৮১৪ বুথে ভোটগ্রহণ হয়েছে। তিন কেন্দ্র মিলিয়ে প্রার্থী ছিলেন ৩২ জন। তিনটি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ছিল ৫৬ লক্ষ ২৬ হাজার ১০৮জন। ভোটের কাজের সঙ্গে যুক্ত ছিলেন ২৭ হাজার ৯০৭ জন ভোট কর্মী। পুলিশ অবজারভার, স্পেশাল অবজারভারের পাশাপাশি ৫৮১ জন মাইক্রো অবজারভার ছিলেন। কোচবিহারের মাথাভাঙায় একটি বুথে প্রিসাইডিং অফিসার অসুস্থ হয়ে পড়ায় তাঁকে সরিয়ে দেয় কমিশন। ভোটদানের নিরিখে সবথেকে এগিয়ে জলপাইগুড়ি। সেখানে ভোট পড়েছে ৭৯.৩৩ শতাংশ। কোচবিহারে ভোট পড়েছে ৭৭.৭৩ শতাংশ ও আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৭৫.৫৪ শতাংশ।

 

Related articles

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...
Exit mobile version