Sunday, August 24, 2025

চল্লিশ – বিয়াল্লিশ অতীত, ৫০-এর দোরগোড়ায় যেতে চলেছে দক্ষিণের তাপমাত্রা! 

Date:

দক্ষিণবঙ্গের জন্য দুঃসংবাদ দিল হাওয়া অফিস (Weather Department)। এখনও পর্যন্ত ৪০-৪২ ডিগ্রি তাপমাত্রায় নাকানি চোবানি খেতে হচ্ছে বঙ্গবাসীকে। এবার মিলল মারাত্মক খবর। এক ধাক্কায় ৭ ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা। অর্থাৎ প্রায় ৫০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে চলেছে দক্ষিণবঙ্গের পারদ। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) এমন সতর্কবার্তায়, তাপপ্রবাহে দগ্ধ বাঙালি জীবনে সুস্থ থাকাই সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাকে সিভিআর হিট ওয়েভ অ্যালার্টের হটস্পট বলে চিহ্নিত করা হয়েছে। এই তালিকার শীর্ষে বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম। পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এই তিন জেলা সহ মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও বীরভূমে তীব্র তাপপ্রবাহ থাকবে। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রির কাঁটা ছাড়িয়ে গেছে। রাজ্যে দ্বিতীয় উষ্ণতম এলাকা বাঁকুড়া, প্রথম স্থান অধিকার করে আছে পানাগড়। সকাল ১১ টা থেকে দুপুর ৩টে পর্যন্ত কোনোভাবেই বাইরে বেরোনো নয়, স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন চিকিৎসকরা। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় শরীরের সঙ্গে অতিরিক্ত জল ঘাম হয়ে বেরিয়ে যাচ্ছে তাই যেকোনও মুহূর্তে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রাণহানির থাকছে। আবহাওয়া দফতর বলছে বয়স্কদের উপর এর প্রভাব সব থেকে বেশি। ৪২ ডিগ্রির পর যদি আরও ৭ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ে সেক্ষেত্রে প্রায় ৫০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে দক্ষিণবঙ্গের পারদ। এই গরমে বাঁকুড়া – পুরুলিয়া কতটা বাসযোগ্য থাকবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভূপৃষ্ঠ দ্রুত তপ্ত হয়ে যাওয়ায় বাইরে বেরোনো যাচ্ছেনা। অনেকের কাজের ক্ষতি হচ্ছে। হাওয়া অফিসের কর্তারা বলছেন আগামী এক সপ্তাহের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

 

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version