Friday, November 14, 2025

অভিষেকের কর্মসূচি নিয়ে প্রস্তুতি বৈঠক হাওড়া সদর তৃণমূল নেতৃত্বের

Date:

আগামী ২৯ এপ্রিল হাওড়ায় ভোট প্রচারে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওইদিন প্রথমে তিনি উলুবেড়িয়ার তৃণমূলের প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে আমতার বাকসি ফুটবল মাঠে জনসভা করবেন। এরপর বিকেলে হাওড়ার তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বালিটিকুড়ি বাজার থেকে ইছাপুর জলট্যাঙ্ক মোড় পর্যন্ত রোড-শো করবেন।

তাঁর কর্মসূচিকে ঘিরে কিভাবে সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হবে তার রূপরেখা তৈরি করতে শুক্রবার হাওড়া সদর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জেলা কার্যালয়ে একটি বৈঠক করেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী অরূপ রায়, হাওড়া সদর তৃণমূলের সভাপতি ও বিধায়ক কল্যাণ ঘোষ, হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাশ মিশ্র, হাওড়া সদর মহিলা তৃণমূলের সভানেত্রী ও বিধায়ক নন্দিতা চৌধুরি সহ দলের আরও অনেকে। বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড-শো কোন পথ দিয়ে যাবে, দলীয় কর্মীরা কিভাবে তাতে সামিল হবেন, প্রতিটি বুথস্তরে কিভাবে এই উদ্দেশ্যে প্রস্তুতি নেওয়া হবে তা পুঙ্খানু্খভাবে আলোচনা করা হয়। সেই সঙ্গে এই ব্যাপারে একটি রূপরেখাও তৈরি করেন হাওড়া জেলা তৃণমূলের নেতৃত্ব। হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাশ মিশ্র জানান, ‘হাওড়ায় আমাদের দলের সর্বভারতীয় নেতা ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মীরা এখন থেকেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তাঁদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ওইদিনের কর্মসূচিতে লক্ষাধিক মানুষের সমাগম হবে। এদিনের বৈঠকে সেই সমস্ত বিষয় নিয়েই আলোচনা হয়েছে।’




Related articles

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...
Exit mobile version