Sunday, August 24, 2025

দুই চোখ ফোলা, যেন এখনই ঠিকরে বেরিয়ে আসবে। সারা শরীর ক্ষতবিক্ষত। ঠোঁট দুটো আটকে রয়েছে আঠা দিয়ে। কোনও ক্রমে পাঁচ কিলোমিটার ছুটে থানায় এসে পৌঁছান ২৩ বছরের এক যুবতী। মধ্যপ্রদেশের (Madhyapradesh) গুণা (Guna) গ্রামের ওই যুবতীকে ভর্তি করানো হয় হাসপাতালে। আর সেখানেই সে তুলে ধরেন হাড়হিম করা অত্যাচারের কথা। ধর্ষণ থেকে মারধর, এমনকি সম্পত্তির জন্য লাল লঙ্কার গুঁড়ো চোখে ছড়িয়ে দিতেও কসুর করেনি অভিযুক্ত যুবক। ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় (Cantonment police station) ধর্ষণ, মারধরের অভিযোগ দায়ের হয়েছে।

গুণার বাসিন্দা ওই নাবালিকার অভিযোগ, যুবতীর মা বাইরে যাওয়ায় প্রতিবেশি এক যুবক তাঁকে নিজের বাড়ি নিয়ে গিয়ে আটকে রাখে। সেখানে বারবার তাঁকে ধর্ষণ করা হয়। এরপর বিয়ে করার জন্য জোর করে ওই যুবক। বিয়ের পাশাপাশি যুবতীর জমি ও সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। যুবতী মেনে না নেওয়ায় শুরু হয় তাঁকে মারধর। আঘাতের জায়গায়, কখনও চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয় অভিযুক্ত যুবক। অত্যাচারের সময় যাতে চিৎকার করতে না পারে তার জন্য যুবতীর ঠোঁটে আঠা লাগিয়ে দেওয়া হয়।

মঙ্গলবার রাতে অত্যাচার মাত্রা ছাড়িয়ে যায়। রাতে যুবক ঘুমিয়ে পড়লে কোনওক্রমে পালিয়ে আসে যুবতী। প্রায় পাঁচ কিলোমিটার পথ ছুটে থানায় এসে পৌঁছেও আঠা দিয়ে ঠোঁট আটকানো থাকার দরুণ কিছুই বলতে পারেনি যুবতী। তাঁর অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়ে পুলিশ আধিকারিকরাও। তাঁকে আগে ভর্তি করা হয় হাসপাতালে। যুবতীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।

 

Related articles

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...
Exit mobile version