Tuesday, August 26, 2025

দেশের ২১ রাজ্যে ভোট গ্রহণ শুরু, রেকর্ড সংখ্যক ভোটদানের আবেদন প্রধানমন্ত্রীর

Date:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) প্রথম দফায় দেশের ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাতটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত চলবে ভোটদান। সাত দফা নির্বাচনের প্রথম দফায় বাংলার জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে (Jalpaiguri , Coochbehar, Alipurduar) বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবেই ভোট শুরু হয়েছে। বিহারের ৪ আসন, উত্তরাখণ্ড এবং মহারাষ্ট্রের ৬ আসন, উত্তরপ্রদেশের ৮টি আসন, রাজস্থানের ১২টি আসন, অরুণাচল প্রদেশ, মনিপুর, মেঘালয়ের ২টি করে আসনে ভোট শুরু হয়েছে। ছত্তিশগড়, মিজ়োরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, উত্তরাখণ্ড, আন্দামান ও নিকোবর, জম্মু ও কাশ্মীর, লক্ষদ্বীপ এবং পুদুচেরির একটি করে আসনে ভোটগ্রহণ হচ্ছে শুক্রবার। ভোট শুরুর ঠিক আগেই এক্স হ্যান্ডলে পোস্ট করে দেশবাসীকে রেকর্ড সংখ্যক ভোটদানের আবেদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

প্রথম দফার লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি ভোট হচ্ছে তামিলনাড়ুতে। সেখানে আজ ৩৯টি আসনে ভোট চলছে। মনিপুরে মোট দু’টি লোকসভা আসন। দুদফায় সেখানে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সকালে ইংরেজি, হিন্দি, তামিল, মারাঠি, বাংলা এবং অসমিয়া— মোট ৬ ভাষায় পোস্ট করেন সব বয়সীদের ভোটদানের আবেদন করেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি তাঁর পোস্টে লেখেন, ‘‘ভোটারদের প্রতি আমার আবেদন রেকর্ড সংখ্যক ভোটদানের। বিশেষ করে তরুণ ও প্রথম বারের ভোটদাতাদের আমি বিপুল সংখ্যায় ভোটদানের আহ্বান জানাই। সর্বোপরি, প্রত্যেকটি ভোটের গুরুত্ব আছে আর প্রতিটি কণ্ঠস্বরই গুরুত্বপূর্ণ!”

উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভোটগ্রহণ চলছে। প্রথম দফায় ১ কোটি ৬০ লক্ষ মানুষের ভোট দেওয়ার কথা উত্তর-পূর্ব ভারতের সব রাজ্য থেকে। প্রথম দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন নরেন্দ্র মোদি মন্ত্রিসভার আট মন্ত্রী। বেশ কয়েক জন প্রাক্তন মুখ্যমন্ত্রীও রয়েছেন ভোটযুদ্ধে। এদিন সকাল সকাল রাষ্ট্রীয় সেবক সঙ্ঘ (RSS) প্রধান মোহন ভাগবত মহারাষ্ট্রের নাগপুরের এক বুথে ভোট দেন। প্রথম ঘণ্টা শেষে ভোট গ্রহণ আপাতত শান্তিপূর্ণ।

 

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version