Monday, August 25, 2025

সকাল থেকে লম্বা লাইন, নির্বিঘ্নেই ভোট গ্রহণ শুরু উত্তরের তিন জেলায়

Date:

Share post:

কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার (Coochbehar, Jalpaiguri & Alipurduar )- তিন জেলা দিয়েই লোকসভা নির্বাচনের (Loksabha Election) প্রথম দফা শুরু। ভোর সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। আবহাওয়ার ঊর্ধ্বমুখী পারদের সঙ্গে ভোটের উত্তাপ সামাল দিতে তৈরি জেলা প্রশাসন। গরমের দাবদাহে ভোটার ও ভোট কর্মীদের যাতে সমস্যা না হয়, সেদিকেও সজাগ দৃষ্টি দেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি চলছে। তিন জেলায় এমন অনেক কেন্দ্র রয়েছে যেখানে বুথ কেন্দ্রের আশেপাশে জঙ্গল ঘেরা পরিবেশ। স্বভাবতই বন্যপ্রাণীর আক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে। শুক্রবার সকাল থেকেই সেদিকে কড়া নজর রেখেছে বনকর্মীরা। এ ছাড়াও আচমকা প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত কোনও সমস্যা হলে তা মোকাবিলায় তৈরি রয়েছে সিভিল ডিফেন্সের কর্মীরা (Civil Defence Team)।

কোচবিহারে ১৪ জন লড়ছেন। উল্লেখযোগ্য প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া (TMC), নিশীথ প্রামাণিক (BJP), নীতীশচন্দ্র রায় (বাম প্রার্থী) ও পিয়া রায়চৌধুরি (Congress)। মোট ভোটার সংখ্যা ১৯ লক্ষ ৬৬ হাজার ৫৬৩। পুরুষ ও মহিলা ভোটারের সংখ্যা যথাক্রমে ১০ লক্ষ ১৪ হাজার ৬১৩ এবং ৯ লক্ষ ৫১ হাজার ৯১৭। তৃতীয় লিঙ্গ ৩৩। মোট ২০৪৩টি ভোট কেন্দ্র রয়েছে যার মধ্যে স্পর্শকাতর বুথ ১৯৬টি, মোট ভোটকর্মী ১২ হাজার ১৮০ জন।

জলপাইগুড়ি জেলায় মোট ভোটার সংখ্যা ১৮ লক্ষ ৮৫ হাজার ৯৬৩। মহিলা ভোটার ৯ লক্ষ ২৭ হাজার ৩৩৯ এবং পুরুষ ভোটার ৯ লক্ষ ৫৮ হাজার ৬১১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১৩। জেলায় এবার নির্মলচন্দ্র রায়কে প্রার্থী করেছে তৃণমূল। বিজেপি থেকে টিকিট পেয়েছেন জয়ন্ত রায়। সিপিএমের হয়ে লড়াই করছেন দেবরাজ বর্মণ।

আলিপুরদুয়ারে তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইক, বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা এবং বামেদের আরএসপি প্রার্থী হলেন মিলি ওরাওঁ।আলিপুরদুয়ারে মোট ভোটার ১৭ লক্ষ ৭২ হাজার ৮৭৭। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৮ লক্ষ ৮৮ হাজার ৭৯৮ ও মহিলা ভোটার ৮ লক্ষ ৮৪ হাজার ১৫ জন।

 

spot_img

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...