Thursday, November 6, 2025

শুক্রবার থেকে দেশজুড়ে শুরু ১৮ তম লোকসভা নির্বাচন (Loksabha Election)। সকাল থেকেই দেশের ১০২ কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। আর দেশে গণতন্ত্রের উৎসব শুরু হতেই গুগলও (Google) সেজে উঠল নতুন সাজে। শুক্রবার সকালেই বদলে যায় গুগুলের চেহারা। একেবারে লোকসভা নির্বাচনে (Loksabha Election) নিজেদের আলাদাভাবে তুলে ধরে ভোটযুদ্ধে রাজনৈতিক দলগুলির পাশাপাশি ময়দানে নেমে পড়েছে তারাও। এদিন গুগলের হোম পেজ বা ডুডলে সার্চ করে দেশের বিভিন্ন প্রান্তের প্রতি মুহূর্তের আপডেট (Updates) তুলে ধরছে গুগল। এদিন আঙুলে কালি লাগানো ভোটদানের মুহূর্তের ছবিতেই সেজে উঠেছে তারা।

মূলত, শুক্রবার দেশের ১৭ রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ১০২ আসনে ভোটাভুটি চলছে। তালিকায় একদিকে যেমন আছে পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কেন্দ্র। তেমনই রাজ্যের ৩ আসনের পাশাপাশি এদিন অরুণাচল প্রদেশের ২, অসমের ৫, বিহারের ৪, ছত্তিশগড়ের ১, মহারাষ্ট্রের ৫, মণিপুরের ১, মেঘালয়ের ২ আসনে ভোটাভুটি চলছে। পাশাপাশি মিজোরামের ১, নাগাল্যান্ডের ১, রাজস্থানের ১২, সিকিমের ১, তামিলনাড়ুর ৩৯, ত্রিপুরার ১, উত্তরপ্রদেশ ৮, মধ্যপ্রদেশ ৫, উত্তরাখণ্ডের ৫, আন্দামান ও নিকোবরে ১, জম্মু ও কাশ্মীরের ১, লাক্ষাদ্বীপ ও পুদুচেরির একটি করে আসনে সকাল থেকেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। পাশাপাশি বাংলার ৩ আসনে সকাল থেকেই তীব্র গরমকে উপেক্ষা করেই গণতন্ত্রের উৎসবে সামিল রাজ্যবাসী।

আর গণতন্ত্রের উৎসব শুরু হতেই শুক্রবার সকাল সকাল নিজেদের একেবারে নয়া রূপে তুলে ধরল গুগল। যদিও এই বিশেষ ডুডলের ডিজাইন কে করেছেন তা এখনও জানা যায়নি। তবে আজ সারাদিনই গুগলের হোম পেজে জ্বলজ্বল করছে নতুন ডুডল।

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version