Tuesday, August 26, 2025

ভোটে উত্তপ্ত ভেটাগুড়ি, আক্রান্ত তৃণমূলের ব্লক সভাপতি! হাসপাতালে গেলেন উদয়ন 

Date:

ভোটের সকালে খবরের শিরোনামে কোচবিহারের ভেটাগুড়ি (Bhetaguri, Dinhata) এলাকা। ভোট দিতে গিয়ে বিজেপির গুন্ডাদের হাতে আক্রান্ত তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্মন (Ananta Barman)। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পাওয়া মাত্রই নিজের ভোটদান ছেড়ে হাসপাতালে গেলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। এরপর দিনহাটা পুলিশ স্টেশনে (Dinhata Police Station) গিয়ে আইসির সঙ্গে দেখাও করেন তিনি। ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

তৃণমূলের তরফে অভিযোগ নিশীথ প্রামানিকের (Nisith Pramanik) নেতৃত্বে রতন বর্মন, অজিত মোহান্ত সহ তিনজন তৃণমূলের ব্লক সভাপতির উপর হামলা করেছে। উদয়ন গুহ হাসপাতাল থেকে বেরিয়ে বলেন, অভিযুক্তদের নিশীথের বাড়িতেই পাওয়া যাবে। যদি সেটা না হয় তাহলে রাজনীতি ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি। এরপর ভোট দিয়ে ভেটাগুড়ির উদ্দেশে রওনা দেন উদয়ন।

কোচবিহারের বিভিন্ন বুথে সকাল থেকে বিজেপির গুন্ডামি শুরু হয়েছে। সিতাইয়ে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ গেরুয়া শিবিরের বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছেছেন তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। গোটা বিষয়টি জানার পর প্রয়োজনে কমিশনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন প্রার্থী। পাশাপাশি কোচবিহারের মাথাভাঙ্গায় তৃণমূল এজেন্টকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গেন্দুগুড়ি এলাকায় তৃণমূলের ক্যাম্প অফিস বসানো নিয়ে গণ্ডগোল পাকানোর অভিযোগ গেরুয়া সমর্থক ও কর্মীদের বিরুদ্ধে। এরপরই লাঠি নিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের ওপর চড়াও হয় বিজেপি। ঘটনায় চারজন গুরুতর জখম হয়েছেন। তাঁদের মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version