Friday, August 22, 2025

বহরমপুরে প্রবল চাপে অধীর, প্রদেশ কংগ্রেস সভাপতিকে ফের “গো ব্যাক” স্লোগান

Date:

নিজের খাসতালুকে বার বার বিড়ম্বনার মুখে পড়তে হচ্ছে বহরমপুরের (Baharampur )প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে (Adhir Ranjan Choudhary)। ফের “গো ব্যাক” (Go Back) স্লোগান শুনতে হল মুর্শিদাবাদের একদা “বেতাজ বাদশা”কে! এই প্রথম নয়, যেখানেই যাচ্ছেন, সেখানেই তাঁকে “গো ব্যাক” শুনতে হচ্ছে। তৃণমূল (TMC) কটাক্ষ করে বলছে, বিজেপি দালালি করতে গিয়ে পায়ের তলার মাটি সরে গিয়েছে অধীরের। এবার ভোট গোহারা হারবেন তিনি।

আজ, শনিবার বহরমপুর লোকসভা কেন্দ্রের নওদা বিধানসভায় প্রচারে গিয়ে আবারও বিক্ষোভের মুখে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। নওদা বিধানসভার দমদমা শ্যামনগর থেকে পায়ে হেঁটে প্রচার শুরু করেন অধীর চৌধুরী সেখানেই ব্লক সভাপতি শফিউজ্জামান ওরফে হাবিব মাস্টারের নেতৃত্বে অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় ওঠে ”অধীর চৌধুরী গো ব্যাক” স্লোগান।

 

এর আগে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি হয়েছিল মুর্শিদাবাদের রেজিনগরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, এলাকায় বোমাবাজি এবং দোকান ভাঙচুর হয়। কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। আহতদের নিয়ে যাওয়া হলে হাসপাতালে যান অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতিকে দেখে “গো ব্যাক স্লোগান” ওঠে। হাসপাতালেই মেজাজ হারিয়ে ফেলেন অধীর চৌধুরী।

তারও আগে গত, শনিবার দুপুরে বহরমপুরের খাগড়ার শান্তি সেবা সংঘ নামে একটি মন্দিরের সামনে দিয়ে অধীর রঞ্জন চৌধুরীর গাড়ি যাওয়ার সময় গাড়ি থেকে স্থানীয়দের উদ্দেশে কটূক্তি করা হয়। সঙ্গে সঙ্গে অধীরকে উদ্দেশ করে “গো ব্যাক স্লোগান” তোলেন স্থানীয় যুবকরা। এর পর গাড়ি থেকে নেমে পড়েন অধীর। স্থানীয় এক যুবককে তিনি চড় মারেন বলে অভিযোগ। প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয় যুবকরা। অধীর সহ বাকি অভিযুক্তদের গ্রেফতারির দাবি জানান তাঁরা।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version