Wednesday, November 12, 2025

আরও বাড়বে গরম! আগামী সপ্তাহের শুরুতেই ‘হাওয়া বদল’-র ইঙ্গিত আলিপুরের

Date:

শুক্রবারের পর শনিবারও প্রবল গরমে অস্বস্তি বাড়বে রাজ্যবাসীর। বেলা গড়াতেই তাপমাত্রার পারদ বেড়েই চলেছে হু হু করে। ইতিমধ্যে তীব্র তাপপ্রবাহ (Heatwave) শুরু হয়েছে পশ্চিমের জেলাগুলিতে। ৪৪ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে বর্ধমানের পানাগড়ের তাপমাত্রা। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের তাপমাত্রা ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের কবলে রয়েছে কলকাতাও (Kolkata)। শুক্রবারই ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছে কলকাতার তাপমাত্রা (Temperature) শনিবার আলিপুর আবহাওয়া দফতর (Alipore weather Office) সাফ জানিয়েছে এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ প্রায় ৪১ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে। শুক্রবার অর্থাৎ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ৭.২ ডিগ্রি বেশি।

তবে আলিপুর জানিয়েছে আগামী সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে সোমবার। হালকা বৃষ্টির সম্ভাবনাও থাকছে। তবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে মঙ্গলবার। তাপপ্রবাহ থাকলেও অন্যদিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা থাকছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে। এই ১০ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তার সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে, যার সর্ব্বোচ গতিবেগ থাকতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। অন্যদিকে, উত্তরবঙ্গের দিকের ৫ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


আবহাওয়া দফতর সাফ জানিয়েছে, শনিবার স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি থাকবে শহর কলকাতার পারদ। অন্যদিকে কলকাতা লাগোয়া একাধিক জায়গায় পারদ ৪২ ডিগ্রি স্পর্শ করতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। অন্যদিকে, বাঁকুড়া জেলায় সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে তাপমাত্রা। তবে হাওয়া অফিস এদিন সাফ জানিয়েছে, রবিবারও তীব্র তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version