Sunday, August 24, 2025

নিয়োগ মামলায় যাদের চাকরি বাতিলের দাবি তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেই চাকরি হারানো নিয়োগপ্রার্থীদের রেজাল্ট দেখানোর দাবি আদালতে জানালন মানিক ভট্টাচার্য। শনিবার শুনানি চলাকালীন ইডি-র কাছে মানিক ভট্টাচার্য। উত্তরে ইডি প্রসঙ্গ সিবিআইয়ের দিকে ঠেলে দেয়। শনিবারও বিচার প্রক্রিয়ার মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানান মানিক।

প্রাথমিকের চাকরিপ্রার্থীদের মধ্যে ৩২৫ জন ফেল করা সত্ত্বেও চাকরি পেয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। শনিবার মামলার শুনানি চলাকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য আদালতের কাছে আবেদন জানান, যে ৩২৫ জনের চাকরি নিয়ে অভিযোগ তোলা হয়েছে তাদের রেজাল্ট নিশ্চয়ই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র কাছে আছে। তাহলে তা পেশ করা হোক। তাঁর আবেদনে ইডি-র জবাব ছিল, এই মামলার তদন্ত সিবিআই করছে। ইডি কেবল আর্থিক দুর্নীতির তদন্ত করছে।

ইডি-র উত্তরে বিচারক প্রশ্ন করেন কীসের ভিত্তিতে তারা রেজাল্ট ছাড়া দাবি করছেন ওই ৩২৫ জনকে ফেল করা সত্ত্বেও টাকার বিনিময়ে পাশ করিয়ে দেওয়া হয়েছে। আদালত থেকে বেরিয়ে মানিক ভট্টাচার্য এরপরই মারাত্মক দাবি করেন ইডি-র নামে। তিনি বলেন ইডি আদৌ এই মামলায় কোনও তদন্ত করেনি। ইডি মানিকের দাবির ভিত্তিতে কোনও তথ্য প্রমাণ না দেখাতে পারায় মানিকের দাবি আরও জোরালো হয়।

Related articles

ষোলেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...
Exit mobile version