Tuesday, November 4, 2025

শেষমুহূর্তে স্থগিত এলন মাস্কের ভারত সফর, কারণ নিয়ে মুখে কুলুপ PMO-র

Date:

লোকসভা ভোটের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের কথা ছিল স্পেস এক্স এবং এক্স হ্যান্ডেলের কর্ণধার এলন মাস্কের (Elon Musk)। কিন্তু শেষ মুহূর্তে সেই সফর স্থগিত রাখা হয়েছে। মাস্কের তরফ থেকেই এক্স হ্যান্ডেলে এই সফর স্থগিতের কথা জানানো হয়েছে। তবে, ভারতের প্রধানমন্ত্রীর দফতরের (PMO) তরফে এই সফর ঘিরে চূড়ান্ত গোপানীয়তা বজায় রয়েছে। সূত্রের খবর, টেসলা মালিকের সফরে বেশ কিছু চুক্তি স্বাক্ষরের কথা ছিল। কিন্তু লোকসভা নির্বাচনের আবহে সে বিষয়ে জটিলতা হতে পারে বলেই এই সফর বাতিল করা হয়েছে বলে মনে করা হয়েছে। যদিও মাস্ক জানিয়েছেন কাজের চাপেই আসতে পারছেন না তিনি।

রবিবার দুদিনের সফরে ভারতে আসার কথা ছিল এলন মাস্কের। যদিও এই সফর ঘিরে চূড়ান্ত গোপনীয়তা বজায় ছিল। এদিন মাস্ক নিজেই এক্স হ্যান্ডেলে (X Handle) জানিয়েছেন, “দুঃখজনক, টেসলার প্রচুর কাজ থাকায় ভারত সফর স্থগিত রাখতে হচ্ছে। কিন্তু এ বছরের শেষেই ভারতে যাওয়ার পরিকল্পনা আছে।”

সূত্রের খবর, অনেকদিন ধরেই ভারতে কারখানা তৈরির পরিকল্পনা রয়েছে টেসলার। কিছুদিন আগেই জানা যায়, এপ্রিল মাসে ভারতে আসছেন টেসলার উচ্চ আধিকারিকরা। এদেশে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করে কারখানা তৈরির পরিকল্পনা রয়েছে টেসলার। তার মধ্যেই মাস্কের (Elon Musk) ভারত সফরের খবর সামনে আসে। গত বছর আমেরিকা সফরে গিয়েও মাস্কের সঙ্গে দেখা হয় মোদির। তার পরই মাস্ক জানান, টেসলা ভারতে বিনিয়োগে ইচ্ছুক।

সূত্রের খবর, ভারতে ২০০ থেকে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করতে চায় টেসলা। টেসলার পাশাপাশি এলন মাস্কের আরেক সংস্থা স্টারলিঙ্কের জন্যও ২০০০ কোটি টাকার বিনিয়োগ ঘোষণা করতে পারেন। কারখানা চালু হলে বছরে ৫ লক্ষ গাড়ি তৈরি হবে। গাড়ির দাম ২০ লক্ষ টাকার কাছাকাছি। ২০১৯ থেকেই মোদি প্রশাসনের সঙ্গে এবিষয়ে কথা বলছে মাস্কের কোম্পানি। কিন্তু ফলপ্রসূ হয়নি। এই পরিস্থিতিতে ভোটের মধ্যে এক্স হ্যান্ডেলের কর্ণধারের সফরে জটিলতা দেখা দিতে পারত। সেই কারণেই এই আপাতত তা বাতিল করা হল বলে মত।




Related articles

SIR-র প্রতিবাদে আজ কলকাতার রাজপথে তৃণমূলের ঐতিহাসিক মিছিল, নেতৃত্বে মমতা-অভিষেক

মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হচ্ছে একইদিনে এসআইআরের প্রতিবাদে পথে নামছে রাজ্যের...

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...
Exit mobile version