Sunday, November 9, 2025

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শাস্তি পেলেন মুম্বইয়ের ব্যাটার এবং কোচ

Date:

চলতি আইপিএল-এ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শাস্তি পেলেন মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ পোলার্ড এবং ব্যাটার টিম ডেভিড। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে তাঁদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। যা নিয়ে বিবৃতি দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে জানা যাচ্ছে, আচরণবিধির ২.২০ অনুচ্ছেদ অনুযায়ী লেভেল ওয়ান অপরাধ করেছেন ডেভিড-পোলার্ড।

এই নিয়ে বিসিসিআই বিবৃতিতে জানিয়েছে, মুম্বই ইন্ডিয়ান্সের দুই সদস্য গত বৃহস্পতিবারের ম্যাচে আইপিএলের আচরণবিধির ২.২০ অনুচ্ছেদ অনুযায়ী লেভেল ওয়ান অপরাধ করেছেন। যা খেলার আদর্শের পরিপন্থী। যদিও তাঁরা ঠিক কী করেছেন, তা সরকারি ভাবে জানায়নি বিসিসিআই। ম্যাচ রেফারি সঞ্জয় বর্মার রিপোর্টের ভিত্তিতে ডেভিড এবং পোলার্ডকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বোর্ড।

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে ডেভিড এবং পোলার্ডের জরিমানার কারণ। বৃহস্পতিবারের ম্যাচে মুম্বইয়ের ইনিংসের ১৫তম ওভারে বল করছিলেন আর্শদীপ সিং।সেই সময় ব্যাটার ছিলেন সূর্যকুমার যাদব। ওভারের শেষ বলটি ওয়াইড ইয়র্কার করেন আর্শদীপ । মাঠের আম্পায়ার ওয়াইড দেননি। আর্শদীপ বল করে ফিরে যাওয়ার সময় মুম্বইয়ের ডাগ আউট থেকে সূর্যকুমারকে ডিআরএস নেওয়ার জন্য ইশারা করা হয়। কোচ মার্ক বাউচার, পোলার্ড এবং ডেভিডকে ইশারা করতে দেখা যায়। তাঁরা কয়েক বার ইশারা করার পর ডিআরএসের আবেদন করেন সূর্যকুমার। সঙ্গে সঙ্গে ছুটে আসেন পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দেওয়া স্যাম কুরান। তিনি আম্পায়ারকে জানান, ডিআরএস হতে পারে না। কারণ সূর্যকুমারকে মুম্বইয়ের ডাগ আউট থেকে ইশারা করা হয়েছে। যা নিয়ম-বহির্ভূত। এই ঘটনার জন্যই পোলার্ড এবং ডেভিডকে জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন- একই অপরাধে শাস্তি রাহুল-রুতুরাজের, করা হল জরিমানা

Related articles

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...
Exit mobile version