Thursday, August 21, 2025

এবার শাস্তির মুখে কেএল রাহুল এবং রুতুরাজ গায়কোয়াড। জরিমানা করা হলো চেন্নাই-লখনৌ অধিনায়ককে। মন্থর ওভার রেটের জন্য রাহুল ও রুতুরাজকে জরিমানা করল বিসিসিআই। ১২ লাখ টাকা দিতে হবে দুদলের অধিনায়ককে ।

জানা যাচ্ছে, নির্দিষ্ট সময়ের মধ্যে ২০ ওভার বল শেষ করতে পারেনি কোনও দলই। তাই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী দুই অধিনায়কের জরিমানা হয়েছে। এবারের আইপিএলে এই প্রথম এক ম্যাচে দুই অধিনায়কের জরিমানা করা হল। নির্দিষ্ট সময় শেষে লখনৌ-এর এক ওভারের বেশি বল করা বাকি ছিল। অন্য দিকে, চেন্নাইয়ের বাকি ছিল তিন ওভার।

আইপিএলের নিয়ম অনুযায়ী প্রথমবার ঠিক সময়ে ওভার শেষ করতে না পারলে অধিনায়কের ১২ লক্ষ টাকা জরিমানা হয়। দ্বিতীয় বার একই ভুল করলে ২৪ লক্ষ টাকা জরিমানা হয়। যে শাস্তি পেয়েছেন ঋষভ পন্থ। গতকাল একই শাস্তি পেয়েছেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তৃতীয় বার একই ভুল করলে অধিনায়ককে এক ম্যাচের জন্য নির্বাসিত হতে হয়। রুতুরাজ-রাহুল প্রথমবার এই ভুল করেছেন। তাই তাদের ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছে।

এদিকে গতকাল চেন্নাইকে ৮ উইকেটে হারায় লখনৌ। প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে চেন্নাই। জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় কেএল রাহুলের দল।

আরও পড়ুন- ম্যাচ হারলেও, লখনৌ-এর বিরুদ্ধে খেলতে নেমে নজির মাহির

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version