Wednesday, November 12, 2025

কুণালের মধ্যস্থতায় অনশন তুললেন মোনালিসা, থাকছেন সুদীপের র‍্যালিতে

Date:

অনশন তুলে নিলেন ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। ২২ এপ্রিল কলকাতা উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের র‍্যালিতেও তিনি যোগ দেবেন বলে জানালেন। শনিবার অনশনে বসা কাউন্সিলরের সঙ্গে আলোচনায় বসেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেই আলোচনার পরেই কাউন্সিলর জানান, কুণাল ঘোষ আসার জন্য তিনি নূন্যতম আশ্বাস পেয়েছেন। সেই কারণে অনশন তুলে নিলেন তিনি ও তাঁর অনুসামীরা। অন্যদিকে দলের পক্ষ থেকে মোনালিসা বন্দ্যোপাধ্যায়কে তাঁর পদে সসম্মানে কাজ করতে দেওয়ার আশ্বাস দেন কুণাল ঘোষ। এদিন অনশন মঞ্চ থেকেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোনালিসার কথাও বলিয়ে দেন কুণাল ঘোষ।

কলকাতা পুরসভার কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে কাজ করার সমস্যা সংক্রান্ত অভিযোগ তুলে অনশনে বসার সিদ্ধান্ত নেন। ছয়দিন ধরে অনশনে থাকার পরে শনিবার মধ্যস্থতার মাধ্যমে সমস্যার সমাধান করতে যান কুণাল ঘোষ। সেই আলোচনার পরে মোনালিসা বন্দ্যোপাধ্যায় জানান দলের ক্ষতি হয় এমন কোনও কাজ তিনি করবেন না। তাই নির্বাচন প্রক্রিয়া চলাকালীন তিনি অনশন তুলে নেন। এবং নির্বাচনের পরে তাঁর সমস্যা নিয়ে আলোচনার দাবিও রাখেন। কুণালের ঘোষের সঙ্গে আলোচনায় ওনার পরামর্শ মতো চলার আশ্বাসও দেন মোনালিসা।

গরমের মধ্যে সত্যাগ্রহ চালিয়ে যাওয়া মোনালিসাকে তৃণমূল কংগ্রেস পরিবারের তরফ থেকে নমস্কার জানান। তাঁর সঙ্গে আলোচনা শেষে কুণাল ঘোষ জানান, “গোটা বিষয়টা নিয়ে দলে আলোচনা হয়েছে। এলাকায় সমান্তরাল কোনও পার্টি অফিস নির্বাচনের পরে থাকবে না। ভোটের সময় কাজের জন্য অফিসটি থাকলেও ভোটের পরে আর থাকবে না। নির্বাচনে ওয়ার্ডের স্টেয়ারিং কমিটির চেয়ারপার্সন হিসাবে মোনালিসা বন্দ্যোপাধ্যায়ই থাকবেন। এই ওয়ার্ডে মোনালিসাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি। সুদীপ বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন সসম্মানে নির্বাচনের কাজে মোনালিসাকে ব্যবহার করবে দল।’ কুণাল ঘোষের ফোন থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেও আশ্বস্ত হন মোনালিসা। কুণাল ঘোষের সঙ্গে এদিন মোনালিসার সঙ্গে আলোচনায় যান কাউন্সিলর অয়ন চক্রবর্তীও।

সেই সঙ্গে এই সমস্যা যে ভবিষ্যতে আর হবে না, তা নিয়ে আশ্বাস দিয়েও কুণাল ঘোষ বলেন, “এরপরেও কোনও অভিযোগ থাকলে দল দেখবে। সরাসরি কথা বলে আলোচনার মাধ্যমে সেগুলি মেটাবে দল। তাঁর সহকর্মীদের অপমান বা উপেক্ষা করা হলে তার ব্যবস্থাও নেওয়া হবে। শনিবার কুণাল ঘোষের সঙ্গে আলোচনার পরে তাঁর হাত থেকে তরল পানীয় গ্রহণ করেন মোনালিসা।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version