Friday, December 19, 2025

চিনির পরিমাণ অত্যাধিক বেশি সেরেল্যাকে! আন্তর্জাতিক রিপোর্টে বেকায়দায় নেসলে

Date:

Share post:

নেসলের (Nestle) বিরুদ্ধে এবার বড়সড় অভিযোগ সামনে এল। এবার শিশুদের খাবার সেরেল্যাকে (Cerelac) আলাদা করে চিনি (Sugar) মেশানোর অভিযোগ উঠল সুইস এই বহুজাতিক সংস্থার বিরুদ্ধে। বিষয়টি সামনে আসতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে। সম্প্রতি এক আন্তর্জাতিক রিপোর্ট সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে, ভারতে ছ’মাস বা তার বেশি বয়সি শিশুদের জন্য জন্য সেরেল্যাক যে খাবার বিক্রি করে তাতে প্রতি বারের খাবারে ২.৭ গ্রাম চিনি পাওয়া গিয়েছে। যা শিশুদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। যদিও নেসলে অবশ্য সমস্ত দোষ অস্বীকার করে আগেই সাফাই দিয়ে বলেছে, তারা ভারতের সমস্ত নিয়ম কড়া ভাবে মেনে পণ্য তৈরি করে। স্বাস্থ্য ও সুরক্ষার সঙ্গে আপস করে না। যদিও পণ্যে চিনি থাকার বিষয়টি কার্যত স্বীকার করেই তাদের দাবি, এর মাত্রা কমাতে নিরন্তর চেষ্টা করে। গত পাঁচ বছরে ভারতে বিক্রি করা বিভিন্ন শিশুখাদ্যে ৩০% পর্যন্ত চিনি কমানো হয়েছে।

যদিও বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হতেই মুখরক্ষার চেষ্টায় আসরে নামে মোদি সরকার। ইতিমধ্যে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরুর ইঙ্গিত দিয়েছে মোদি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক FSSAI, এ বার তাদের বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দিল ক্রেতা সুরক্ষা নিয়ন্ত্রক CCPA। শুক্রবার ক্রেতা সুরক্ষা মন্ত্রক বলেছে, সেরেল্যাকের উপাদানগুলি FSSAI ভালো করে দেখবে। তার পরে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নেসলের বিরুদ্ধে এমন রিপোর্ট সামনে আসতেই অভিযোগের শুক্রবারও দেশের বাজারে পড়েছে নেসলে ইন্ডিয়ার শেয়ার দর।


ক্রেতা সুরক্ষা মন্ত্রকের সচিব এবং CCPA-র প্রধান নিধি খারে বলেন, ‘‘এফএসএসএআই-কে বিষয়টি খতিয়ে দেখতে বলে চিঠি পাঠিয়েছি। তাতে লেখা হয়েছে, সুইৎজারল্যান্ড ভিত্তিক তদন্তকারী সংস্থার রিপোর্ট অনুযায়ী নেসলে ভারতে তাদের শিশুখাদ্য সেরেল্যাকে চিনি মেশায়। অথচ জার্মানি, ফ্রান্স, সুইৎজারল্যান্ড, ব্রিটেনের মতো দেশে তা করে না। খাবারে চিনির মাত্রা বেশি থাকা শিশুদের স্বাস্থ্য এবং সুরক্ষার জন্য ক্ষতিকারক। ফলে আশঙ্কা তৈরি হয়েছে।

spot_img

Related articles

দ্বিতীয় বৈঠকেও কাটল না চিংড়িঘাটার মেট্রো জট

দ্বিতীয় বৈঠকের পরেও চিংড়িঘাটা মেট্রো জটিলতায় মিলল না কোনও সমাধান সূত্র। কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) নির্দেশে...

লোকপালের সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ, মহুয়ার বিরুদ্ধে CBI চার্জশিটের নির্দেশ খারিজ দিল্লি হাইকোর্টের

‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ মামলায় (Cash for query) চার সপ্তাহের মধ্যে সিবিআই চার্জশিট সংক্রান্ত লোকপালের নির্দেশ খারিজ করে দিল...

হেড কোচ হিসেবে মানতে চান না! টিম ইন্ডিয়াতে গম্ভীরের ভূমিকা স্পষ্ট করলেন কপিল

সাদা বলে সাফল্য পেলেও  টেস্টে ক্রিকেটে গৌতম গম্ভীরের(Gautam Gambhir)  কোচিংয়ে ভারতের ব্যর্থতার পাল্লাই ভারী। ঘরের মাঠে দুই দলের...

আওয়ামী লিগের বাড়ি ভাঙতে বুলডোজার, হাদির মৃত্যুতে শনিবার শোকদিবস পালনের ডাক ইউনূসের 

ভোটের আগে অগ্নিগর্ভ বাংলাদেশ (Bangladesh)। নৈরাজ্যের আগুনে উত্তেজনা বাড়ছে প্রতিবেশী রাষ্ট্রে। ঢাকা-চট্টগ্রামে ভারতীয় দূতাবাসে হামলা, ধানমান্ডিতে প্রগতিশীল ধর্মনিরপেক্ষ...