Thursday, August 21, 2025

চিনির পরিমাণ অত্যাধিক বেশি সেরেল্যাকে! আন্তর্জাতিক রিপোর্টে বেকায়দায় নেসলে

Date:

নেসলের (Nestle) বিরুদ্ধে এবার বড়সড় অভিযোগ সামনে এল। এবার শিশুদের খাবার সেরেল্যাকে (Cerelac) আলাদা করে চিনি (Sugar) মেশানোর অভিযোগ উঠল সুইস এই বহুজাতিক সংস্থার বিরুদ্ধে। বিষয়টি সামনে আসতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে। সম্প্রতি এক আন্তর্জাতিক রিপোর্ট সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে, ভারতে ছ’মাস বা তার বেশি বয়সি শিশুদের জন্য জন্য সেরেল্যাক যে খাবার বিক্রি করে তাতে প্রতি বারের খাবারে ২.৭ গ্রাম চিনি পাওয়া গিয়েছে। যা শিশুদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। যদিও নেসলে অবশ্য সমস্ত দোষ অস্বীকার করে আগেই সাফাই দিয়ে বলেছে, তারা ভারতের সমস্ত নিয়ম কড়া ভাবে মেনে পণ্য তৈরি করে। স্বাস্থ্য ও সুরক্ষার সঙ্গে আপস করে না। যদিও পণ্যে চিনি থাকার বিষয়টি কার্যত স্বীকার করেই তাদের দাবি, এর মাত্রা কমাতে নিরন্তর চেষ্টা করে। গত পাঁচ বছরে ভারতে বিক্রি করা বিভিন্ন শিশুখাদ্যে ৩০% পর্যন্ত চিনি কমানো হয়েছে।

যদিও বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হতেই মুখরক্ষার চেষ্টায় আসরে নামে মোদি সরকার। ইতিমধ্যে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরুর ইঙ্গিত দিয়েছে মোদি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক FSSAI, এ বার তাদের বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দিল ক্রেতা সুরক্ষা নিয়ন্ত্রক CCPA। শুক্রবার ক্রেতা সুরক্ষা মন্ত্রক বলেছে, সেরেল্যাকের উপাদানগুলি FSSAI ভালো করে দেখবে। তার পরে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নেসলের বিরুদ্ধে এমন রিপোর্ট সামনে আসতেই অভিযোগের শুক্রবারও দেশের বাজারে পড়েছে নেসলে ইন্ডিয়ার শেয়ার দর।


ক্রেতা সুরক্ষা মন্ত্রকের সচিব এবং CCPA-র প্রধান নিধি খারে বলেন, ‘‘এফএসএসএআই-কে বিষয়টি খতিয়ে দেখতে বলে চিঠি পাঠিয়েছি। তাতে লেখা হয়েছে, সুইৎজারল্যান্ড ভিত্তিক তদন্তকারী সংস্থার রিপোর্ট অনুযায়ী নেসলে ভারতে তাদের শিশুখাদ্য সেরেল্যাকে চিনি মেশায়। অথচ জার্মানি, ফ্রান্স, সুইৎজারল্যান্ড, ব্রিটেনের মতো দেশে তা করে না। খাবারে চিনির মাত্রা বেশি থাকা শিশুদের স্বাস্থ্য এবং সুরক্ষার জন্য ক্ষতিকারক। ফলে আশঙ্কা তৈরি হয়েছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version