তাপপ্রবাহের জেরে লাল সর্তকতা! চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ফ্যান, ভাল্লুকের জন্য এয়ারকুলার

দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের (Heatwave) দাবদাহ বাড়ছে। ২১ এপ্রিল, রবিবার রাজ্যের ৬ জেলায় লাল সর্তকতা (Red Alert) জারি করল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। হাওয়া অফিস বলছে দুই মেদিনীপুর,পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূমে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। ২২ এপ্রিল-২৪ এপ্রিল পর্যন্ত এমনিতেই তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি রয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ৪ থেকে ৭ ডিগ্রি অবধি বাড়তে পারে। সকালের দিকে বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৫-৮৫ শতাংশ থাকার জন্য অস্বস্তি বাড়বে। গরমের দাপটে নাজেহাল কলকাতাবাসী। একই অবস্থা চিড়িয়াখানার প্রাণীদেরও। সব দিক ভেবে এবার তাপপ্রবাহের সতর্কতার মাঝে প্রাণীদের জন্য বিশেষ ব্যবস্থা নিল আলিপুর চিড়িয়াখানা (Alipore Zoological Garden) কর্তৃপক্ষ।

প্রবল গরমে যেভাবে অস্বস্তি বাড়ছে তাতে মানুষ থেকে শুরু করে পশু পাখি সকলের অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে। তাই এবার বন্যপ্রাণীদের সুরক্ষিত রাখতে একগুচ্ছ পদক্ষেপ করা হল। হরিণের জন্য তৈরি করা হল বিশেষ জলাশয়। যাতে শরীরের তাপ নিয়ন্ত্রণ করতে এই প্রাণীর কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে ছাউনির ব্যবস্থাও করা হয়েছে। শুধু তাই নয় হরিণ যাতে স্বাভাবিক ভাবে বিচরণ করতে পারে সেই কথা মাথায় রেখেই চৌবাচ্চায় সবসময় ঠাণ্ডা জল রাখার সিদ্ধান্ত বলেই জানাচ্ছেন Zoo-অধিকর্তা।

আলিপুর আবহাওয়া দফতর বলছে চলতি সপ্তাহে তাপমাত্রার আরও ঊর্ধ্বমুখী হবে। গত কয়েকদিনে কলকাতায় মাত্রাতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে ছুঁইছুঁই। এই অবস্থায় চিড়িয়াখানায় থাকা মাংসাশী প্রাণীদের জন্যও জরুরি পদক্ষেপ করা হল। বাঘ-সিংহের জন্য আগে থেকেই ছাউনির ব্যবস্থা করা হয়েছিল। এই গরমে নয়া সংযোজন বাঘের খাঁচায় ফ্যানের ব্যবস্থা। বাঁদর ও পাখিদের নিয়মিত স্নানের ব্যবস্থা করা হয়েছে। খাবারেও আনা হয়েছে একাধিক পরিবর্তন। প্রাণীদের প্রয়োজনীয় খাবারের থেকে প্রায় ৫০ শতাংশ কম খাবার দেওয়া হচ্ছে। জলে গ্লুকোজ মেশানো হচ্ছে। ভাল্লুকের শরীর ঠাণ্ডা রাখতে তরমুজ দেওয়া হচ্ছে তাকে। আলিপুর চিড়িয়াখানা ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত জানান ভাল্লুক এবং ক্যাঙ্গারুদের জন্য এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সব খাঁচাতেই সূর্যের আলো প্রতিরোধী ব্যবস্থা করা হয়েছে।