Thursday, November 13, 2025

নির্ধারিত সময়ের দুঘণ্টা পেরিয়ে যাওয়ার পরে সভা বাতিল হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভা। দার্জিলিংয়ে প্রার্থী রাজু বিস্তার প্রচারে যে সভা করার কথা ছিল রবিবার বেলা ১১টায়, প্রায় বেলা ১টায় সেই সভা বাতিল ঘোষণা করা হল। দলীয় সূত্রে খারাপ আবহাওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছনোয় সমস্যা হওয়ায় সভা বাতিল বলে জানানো হয়। যদিও বেলা ১টা পর্যন্ত লেবংয়ের গোর্খা স্টেডিয়ামে অনেক চেয়ারই ফাঁকা ছিল। কোনও কারণ প্রকাশ্যে না ঘোষণা করেই রবিবারের পরবর্তী সভা বিহারের কাটিহারে করার জন্য রওনা হয়ে যান অমিত শাহ।

রবিবার দার্জিলিংয়ের লেবং-এ রাজু বিস্তার সমর্থনে অমিত শাহর সভায় মাঠ ভরানোর দায়িত্বে ছিল মূলত বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা। গোটা স্টেডিয়ামে বিজেপির থেকে জিজেএমের পতাকা বেশি ছিল। বিজেপি প্রার্থীর পাল্টা কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা নিজেই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে রবিবার মঞ্চ থেকে কীভাবে দলের অন্দরের বিদ্রোহ থামান, তা শোনার আগ্রহ ছিল রাজনৈতিক মহলে। কিন্তু সভাই বাতিল হয়ে যাওয়ায় অনেকটাই হতাশ স্থানীয় কর্মী সমর্থকরা।

যদিও গোর্খা স্টেডিয়ামে মহিলাদের অনেক সংখ্যায় উপস্থিত করিয়েও অনেক চেয়ারই ভরেনি রবিবাসরীয় দুপুরে। বেলা ১১টা থেকে বারবার জানানো হয় খারাপ আবহাওয়ার জন্য সভার দেরিতে শুরুর কথা জানানো হয়। পরে সেই সভা বাতিল করেই বিহারের উদ্দেশে রওনা দেন অমিত শাহ। বিহারে সভার সময় বেলা ১.১৫। পরে রাজু বিস্তার ফোনে বার্তা দেন দার্জিলিংয়ের মানুষের জন্য।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version