Tuesday, November 4, 2025

বালি স্টেশনের কাছে অগ্নিকাণ্ড! ব্যহত ট্রেন চলাচল, ছুটির দিনে নাকাল নিত্যযাত্রীরা

Date:

বালি স্টেশনের (Bally Station) কাছে বিধ্বংসী অগ্নিকাণ্ড! রবিবার সন্ধেয় স্টেশনের ৩ নম্বর লাইনের কাছে একটি ঝোপে আচমকাই আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের জেরে ব্যহত ট্রেন চলাচল। তবে দুর্ঘটনার জেরে রবিবার ছুটির দিনে বাইরে বেরিয়ে নাকাল হতে হয় যাত্রীদের। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় সাময়িক ভাবে ট্রেন চলাচল (Train Service) বন্ধ রাখা হয়েছে বলে খবর। এদিন পরিস্থিতি বেগতিক বুঝেই খবর দেওয়া হয় দমকলে। পরে বালি ষ্টেশনে দমকলবাহিনী পৌঁছে ইতিমধ্যে আগুন নেভানোর কাজ শুরু করেছে বলে রেল সূত্রে খবর।

প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন বিকেল ৫ টার পর আচমকাই ৩ নম্বর লাইনের পাশের ওই ঝোপে আচমকাই আগুন লেগে যায়। এদিকে আগুন নেভাতে গিয়ে মাথা খারাপ হওয়ার জোগাড় হয় দমকলকর্মীদের। কারণ যেখানে আগুন লেগেছে তার থেকে বালি স্টেশনের দূরত্ব একটু হলেও দূরে। আর সেকারণে ঘটনাস্থলে আগুন নেভানোর কোনও ব্যবস্থা না দেখতে পেয়েই বালি স্টেশন থেকে পাইপের মাধ্যমে জল দিয়ে জোরকদ্মে আগুন নেভানোর কাজে হাত লাগান দমকল ও রেল কর্মীরা।

ঘটনার জেরে বিকেল ৫ টার পর থেকেই কর্ড ও মেইন লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে খবর। তবে দমকলের প্রাথমিক অনুমান প্রচণ্ড দাবদাহের জেরেই এমন সমস্যা। তবে দমকল আধিকারিকরা জানিয়েছেন আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা না থাকলেও তা নেভাতে আরও বেশ কিছুক্ষণ সময় দিতেই হবে। এদিন রেলের তরফে সাফ জানানো হয়েছে, আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে। আগুন নিভলে তবেই ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version