কেন বিরাটরা এখনও আইপিএল ট্রফির জয়ের স্বাদ পাননি , তার কারণ জানালেন চেন্নাইয়ের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না

এই নিয়ে সুরেশ রায়না বলেন, “ চেন্নাই কখনও পার্টি করে না। সেই কারণেই এত সফল। যে দু’একটা দল আইপিএল জেতেনি, তারাই পার্টি করত।

এখনও আইপিএল-এর ট্রফির স্বাদ পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস। ২০০৮ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে খেললেও , এখনও এই তিন দল আইপিএল-এর ট্রফির স্বাদ পায়নি। কেন এই তিন দল ট্রফি জয় করতে পারেনি তা নিয়ে এবার মুখ খুললেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক সুরেশ রায়না। বললেন, যে সব দল ম্যাচের পর বেশি পার্টি করত, তারাই কোনও দিন আইপিএল জিততে পারেনি।

এই নিয়ে সুরেশ রায়না বলেন, “ চেন্নাই কখনও পার্টি করে না। সেই কারণেই এত সফল। যে দু’একটা দল আইপিএল জেতেনি, তারাই পার্টি করত। শুধু আরসিবি-র কথা বলছি না। আরও কয়েকটা দল আছে যারা আইপিএল জেতেনি। চেন্নাই পার্টি করেনি, তাই পাঁচ বার আইপিএল জিতেছে, দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে।” এখানেই না থেমে সুরেশ আরও বলেন, “ সারারাত যদি কেউ পার্টি করে, তাহলে খেলবে কী করে পরের দিন সকালে। মে-জুনের গরমের মধ্যে দুপুরে ম্যাচ থাকে। রাতে পার্টি করার পর ওই ম্যাচ খেলা যায় নাকি? গোটা দল পার্টি না করার বিষয়ে বদ্ধপরিকর ছিল। মনে রাখতে হবে যে, আমরা সেই সময় ভারতের হয়েও খেলছি। ভাল না খেললে ভারতীয় দলে সুযোগ পাব কী করে? এখন আমি নিশ্চিন্ত। অবসর নিয়েছি। এখন পার্টি করতেই পারি।“

এক সময় আইপিএলের অন্যতম আকর্ষণ ছিল নৈশপার্টি। সেই পার্টিতে ম্যাচের পর ক্রিকেটারদের সঙ্গে মিশে যেত বলিউডও। একসঙ্গে পার্টিতে মেতে উঠতেন তারা। অভিনেতা, অভিনেত্রীদের সঙ্গে ক্রিকেটারেরা মেতে উঠতেন সেই পার্টি। বহু সময় এই পার্টি নিয়ে হয়েছিলো বিতর্ক। তারপর থেকেই বন্ধ করে দেওয়া হয় পার্টি।

আরও পড়ুন- আরও এক বছর লাল-হলুদে ক্লেটন : সূত্র