Tuesday, August 26, 2025

ইনসুলিনেও না! কেজরিওয়ালকে জেলেই খুনের ছক বিজেপির, দাবি স্ত্রী সুনিতার

Date:

জেলের মধ্যেই অরবিন্দ কেজরিওয়ালকে খুনের ছক কষছে বিজেপি, রাঁচিতে বিরোধী জোটের মঞ্চে দাঁড়িয়ে মারাত্মক দাবি করলেন তাঁর স্ত্রী তথা আপ নেত্রী সুনিতা কেজরিওয়াল। সম্প্রতি জেলে অরবিন্দ কেজরিওয়ালের খাবারকে ইস্যু করেছে ইডি। সেই অভিযোগ নিয়েই জোট সঙ্গীদের মঞ্চে দাঁড়িয়ে মানুষের সামনে কেন্দ্রীয় এজেন্সির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন সুনিতা।

রবিবার ঝাড়খণ্ডের রাঁচিতে বিজেপি বিরোধী জোট ‘উলগুলান ন্যায় মহাব়্যালি’ আয়োজন করেছিল। ঝাড়খণ্ডে আয়োজন হওয়ার দরুণ স্বাভাবিকভাবেই অন্যতম ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন। তবে পিছিয়ে ছিলেন না আরেক নেত্রী সুনিতা কেজরিওয়ালও। বিজেপি সরকারের অভিসন্ধিমূলক আচরণে যে অবিচারের শিকার হেমন্ত সোরেন, সেভাবেই অবিচারের মুখে অরবিন্দ কেজরিওয়াল। তবে সম্প্রতি জেলে কেজরিওয়ালের আম খাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে ইডি। যদি তাঁরা একবারও এটা প্রকাশ্যে আনছে না যে কেজরিওয়ালের ইনসুলিন বন্ধ করে রেখেছে ইডি।

রবিবারের জোটের মঞ্চে সেই সত্যি তুলে ধরলেন কেজরি-পত্নী সুনিতা। তিনি দাবি করেন, “ওরা আমার স্বামী অরবিন্দ কেজরিওয়ালকে মেরে ফেলতে চায়। ওনাকে খেতে হচ্ছে ক্যামেরার নজরদারিতে, দেওয়া হচ্ছে না ইনসুলিন। আমার স্বামী একজন সুগারের রোগী যিনি ১২ বছর ধরে ইনসুলিন নিয়ে থাকেন; ওঁনার প্রতিদিন ৫০ এমএল ইনসুলিনের প্রয়োজন হয়।”

এর সঙ্গেই বিজেপির জমিদারি শাসনের খুব শীঘ্রই পতন হয়ে জেল ভাঙার বার্তাও তিনি দেন। কল্পনা সোরেনের পাশে দাঁড়িয়ে তিনি দাবি করেন, “আমরা একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই করব এবং জিতব। জেলের দরজা ভাঙবে এবং অরবিন্দ কেজরিওয়াল ও হেমন্ত সোরেন বাইরে আসবেন।”

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version