Tuesday, August 26, 2025

বনগাঁয় প্রচারে ‘গো ব্যাক’ স্লোগান,মহিলাদের উপর চড়াও শান্তনুর গুন্ডাবাহিনী

Date:

সাংসদ থাকাকালীন কোনও কাজ করেননি। বিগত পাঁচ বছর ধরে কোন রকম সাহায্য পাননি বনগাঁবাসী। আর সেই ক্ষোভ উগড়ে দিয়েই এলাকার সাংসদ শান্তনু ঠাকুরকে দেখেই ‘গো ব্যাক’ স্লোগান তুললেন মহিলারা। সোমবার ভোট প্রচারের জন্য এলাকায় আসতেই সাংসদকে দেখে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, করোনার সময়ও কোনওরকম সাহায্য পাননি সাংসদের থেকে।তাঁকে ছুড়ে মারা হয় জল । এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল এলাকায় । পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাস্তায় বসে পড়েন শান্তনু । সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা পুরাতন বাজার এলাকায় ।

এদিকে মহিলারা গোব্যাক স্লোগান তুলতেই তাঁদের উপর চড়াও হয় শান্তনু ঘনিষ্ঠ বিজেপির গুন্ডা বাহিনী। কোনও রকম কাজ না করায় সাংসদ কে দেখেই ক্ষেপে ওঠে এলাকাবাসী। সেখানে শান্তনু এলে কিছু মহিলা গো ব্যাক স্লোগান দিতে থাকে। তাতেই ক্ষিপ্ত হয়ে তাদেরকে ধাওয়া করে বিজেপি কর্মী সমর্থকরা। প্রতিবাদী মহিলাদের পাথর, ইট, লাঠি-সোটা দিয়ে বেধড়ক মারধোর করে বিজেপি পুরুষ ও মহিলা কর্মীরা। এই ঘটনায় বেশ কিছু মহিলা আক্রান্ত হন। তাদের বাগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। সিসিটিভির ফুটেজ দেখে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । তারা পরিস্থিতির সামাল দেয় । এই ঘটনায় দুই জন বিক্ষোভকারী মহিলা এবং একজন বিজেপি নেত্রী আহত হয়েছেন । তাঁদের বাগদা গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে । শান্তনুর করা অভিযোগ অস্বীকার করেছেন বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস । তিনি বলেন, সাধারণ মানুষ সাংসদ হিসাবে শান্তনুকে পাঁচ বছর দেখতে পায়নি । কোনও কাজ করেনি । সাধারণ মানুষ সেইটা জানতে গিয়েছিলেন । সেখানে মহিলাদের মারধর করেছে । উত্তরপ্রদেশের সংস্কৃতি এখানে আনতে চাইছে ।




Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version