Saturday, August 23, 2025

আমাকেই সহ্য করতে পারে না, ওনার নাকি এখন মহিলা ভোট চাই! মোদিকে তীব্র কটাক্ষ মমতার

Date:

রায়গঞ্জে দলীয় কর্মীর সমর্থনে দ্বিতীয় সভা থেকে মোদিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী প্রকল্পের সুফল পেয়ে মহিলারা হাত উপর করে আশীর্বাদ করছেন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে। সেই জায়গায় নিতে মহিলাদের সমর্থন চাইছে বিজেপি। সেই নিয়েই তীব্র কটাক্ষ করেন মমতা।

সোমবার, সভামঞ্চ থেকে মোদিকে আক্রমণ করে মমতা (Mamata Banerjee) বলেন, ”প্রত্যেক দিন কাগজে মিথ্যে কথা বলছে। আমাকেই সহ্য করতে পারে না, ওনার নাকি এখন মহিলা ভোট চাই! দেশে আমি একমাত্র মহিলা আছি, যিনি ওঁর সঙ্গে লড়াই করি ৷ আমাকেই সহ্য করতে পারেন না ৷” দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাবে আক্রমণ করেন বিজেপি নেতৃত্ব। সেই প্রসঙ্গেই ধুয়ে দেন মমতা।

এদিন মমতা সন্দেশখালি নাম না করে মমতা বলেন, ”তাই হাতে সন্দেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে ৷ মিষ্টিকে সন্দেশও বলা হয় জানেন তো ! আর হিন্দিতে সন্দেশকে খবর বলা হয় ৷ সংবাদ বলা হয় ৷ পুরো পরিকল্পিত ভাবে, রচনা করে, পুরোপুরি ফেক ভিডিও দিয়ে রটিয়ে এই সব করেছে ৷”

একই সঙ্গে তৃণমূল (TMC) সভানেত্রীর বলেন, ”তৃণমূলকে হারানোর ক্ষমতা বিজেপির নেই। কারণ, মানুষ আমাদের সঙ্গে আছে। আমাদের সরানোর ক্ষমতা নেই তোমাদের।” যে সব সমীক্ষায় বিজেপি বেশি আসন পাবে বলে হচ্ছে, সেগুলি বিশ্বাস যোগ্য নয় বলে মন্তব্য করেন, ”বিজেপি যাক, আপনারা চান তো? সার্ভে বিশ্বাস করবেন না। আমাদেরও ২০১৬ সালে হারিয়ে দিয়েছিল। সারা দেশের লোক ক্ষিপ্ত হয়ে আছে। দেশটাকে গণতন্ত্রের জেলখানা করে দিয়েছে। মোদি যদি জেতেন, আর নির্বাচন হবে না।”




Related articles

আর জি কর মামলা: সুদীপ্ত রায়ের বাড়িতে CBI তল্লাশি

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (R G Kar Madical College And Hospital) আর্থিক নয়ছয়ের তদন্তে শ্রীরামপুরের তৃণমূল...

বাংলার ‘ফাইল’ খুলতে এসে খুলে গেল বিবেকের জ্ঞান: জানেন না অবনীন্দ্রনাথের নাম!

তাঁর যত কাজ সবই বিজেপি বিরোধী রাজ্যগুলিকে টার্গেট করে। রাজ্যগুলিকে বদনাম করতে বিজেপির তালিমে তিনি পারদর্শী হয়েছেন যথেষ্ট।...

ক্ষমা চাইলেন ‘ধূমকেতু’ পরিচালক, নচিকেতাকে খোলা চিঠি কৌশিকের

'ধূমকেতু' (Dhumketu)সাফল্য উপভোগের মাঝেই হঠাৎ করে নিজের করা কাজের জন্য ক্ষমা চাইলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। 'স্মৃতি...

মোলিনার কোচিংয়ে খেলার জন্যই মোহনবাগানে মেহতাব সিং

ক্লাবের নাম মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) এবং যার কোচ হোসে মোলিনা (Jose Molina)। এই দুটো নামের জন্যই কলকাতার বাকি ক্লাবকে...
Exit mobile version