Friday, November 14, 2025

বনগাঁয় প্রচারে ‘গো ব্যাক’ স্লোগান,মহিলাদের উপর চড়াও শান্তনুর গুন্ডাবাহিনী

Date:

সাংসদ থাকাকালীন কোনও কাজ করেননি। বিগত পাঁচ বছর ধরে কোন রকম সাহায্য পাননি বনগাঁবাসী। আর সেই ক্ষোভ উগড়ে দিয়েই এলাকার সাংসদ শান্তনু ঠাকুরকে দেখেই ‘গো ব্যাক’ স্লোগান তুললেন মহিলারা। সোমবার ভোট প্রচারের জন্য এলাকায় আসতেই সাংসদকে দেখে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, করোনার সময়ও কোনওরকম সাহায্য পাননি সাংসদের থেকে।তাঁকে ছুড়ে মারা হয় জল । এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল এলাকায় । পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাস্তায় বসে পড়েন শান্তনু । সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা পুরাতন বাজার এলাকায় ।

এদিকে মহিলারা গোব্যাক স্লোগান তুলতেই তাঁদের উপর চড়াও হয় শান্তনু ঘনিষ্ঠ বিজেপির গুন্ডা বাহিনী। কোনও রকম কাজ না করায় সাংসদ কে দেখেই ক্ষেপে ওঠে এলাকাবাসী। সেখানে শান্তনু এলে কিছু মহিলা গো ব্যাক স্লোগান দিতে থাকে। তাতেই ক্ষিপ্ত হয়ে তাদেরকে ধাওয়া করে বিজেপি কর্মী সমর্থকরা। প্রতিবাদী মহিলাদের পাথর, ইট, লাঠি-সোটা দিয়ে বেধড়ক মারধোর করে বিজেপি পুরুষ ও মহিলা কর্মীরা। এই ঘটনায় বেশ কিছু মহিলা আক্রান্ত হন। তাদের বাগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। সিসিটিভির ফুটেজ দেখে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । তারা পরিস্থিতির সামাল দেয় । এই ঘটনায় দুই জন বিক্ষোভকারী মহিলা এবং একজন বিজেপি নেত্রী আহত হয়েছেন । তাঁদের বাগদা গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে । শান্তনুর করা অভিযোগ অস্বীকার করেছেন বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস । তিনি বলেন, সাধারণ মানুষ সাংসদ হিসাবে শান্তনুকে পাঁচ বছর দেখতে পায়নি । কোনও কাজ করেনি । সাধারণ মানুষ সেইটা জানতে গিয়েছিলেন । সেখানে মহিলাদের মারধর করেছে । উত্তরপ্রদেশের সংস্কৃতি এখানে আনতে চাইছে ।




Related articles

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...
Exit mobile version