আগামী ৩দিন আরও বাড়বে তীব্র দহন, বৃষ্টিতেও নেই স্বস্তি!

২৩ তারিখ মঙ্গলবার উপকূলের কাছাকাছি জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা। এর মধ্যে থাকছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা ছাড়াও পশ্চিম বর্ধমান।

আগামী তিনদিন প্রবল তাপপ্রবাহের আরও সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। এর আগেই মঙ্গল-বুধবারে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল। এই সময়ের মধ্যে পশ্চিমের কোনও জেলায় কোনও এলাকায় হালকা বৃষ্টিপাত হলেও তাতে গরম আরও বাড়বে বলেও সতর্ক করছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার আবহাওয়া দফতর জানিয়েছে ২৩ তারিখ মঙ্গলবার উপকূলের কাছাকাছি জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা। এর মধ্যে থাকছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা ছাড়াও পশ্চিম বর্ধমান।

২৪ তারিখ একইরকম তীব্র তাপপ্রবাহ রাজ্যের আরও জেলাকে গ্রাস করবে। আগের তিন জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূমেও তীব্র দহন অনুভূত হবে। ২৫ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার একইভাবে গরম বেড়ে আরও কয়েকটি জেলা পুড়বে তাপে। তার মধ্যে থাকবে পূর্ব বর্ধমান, হুগলি ও উত্তর ২৪ পরগণা।

অন্যদিকে, নির্বাচন প্রক্রিয়া চলাকালীন গোটা দেশ জুড়েই তাপপ্রবাহ জারি রয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচনের সঙ্গে যুক্ত কর্মী ও নিরাপত্তারক্ষী ও ভোটারদের কথা ভেবে কিছু সিদ্ধান্ত নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। তাতে একটি টাস্ক ফোর্সের গঠন করার কথা বলা হয়েছে। সেই টাস্ক ফোর্সে থাকবেন স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা, আবহাওয়া বিশেষজ্ঞরা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রত্যেক দফা নির্বাচনের পাঁচদিন আগে আবহাওয়ার রিপোর্ট পেশ করতে হবে। সেই রিপোর্ট অনুযায়ী প্রত্যেক রাজ্যের প্রশাসনের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। এই নিয়ে দ্রুত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার।