Monday, May 19, 2025

অ্যাকাউন্ট ফ্রিজ সত্ত্বেও বর্ণাঢ্য প্রচার! কংগ্রেসকে খোঁচা মমতার, মঞ্চে হাত ছেড়ে তৃণমূলে ৩ নেতা

Date:

Share post:

রায়গঞ্জে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার সভা থেকে কংগ্রেসকে তীব্র নিশানা করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, সভা মঞ্চ থেকে তিনি প্রশ্ন তোলেন, অ্যাকাউন্ট ফ্রিজ থাকা সত্ত্বেও কোথা থেকে এত টাকা পাচ্ছে হাত শিবির? এদিন তাঁর সভামঞ্চে মহম্মদ মোস্তাফা, মিরাজুল আরফিন আজাদ-সহ কংগ্রেসের তিনজন ব্লক প্রেসিডেন্ট তৃণমূলে যোগদান করেন।

কংগ্রেস-সিপিএমকে (Congress-CPIM) একতিরে নিশানা করেন তৃণমূল সভানেত্রী। এই দুই দলই প্রার্থী দিয়ে বিজেপির (BJP) সুবিধা করছে বলে অভিযোগ তাঁর। এদিন তীব্র খোঁচা দিয়ে মমতা বলেন, ”নিজে জিতবে না ভাল করে জানে কংগ্রেস, বলছে অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। একটা অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। বলছে টাকা নেই। যদিও সমর্থন করি না অ্যাকাউন্ট ফ্রিজ করা। তোমাদের টাকার অভাব? তেলঙ্গানায় সোনার খনি। কর্নাটকে তোমরা ক্ষমতায়। হিমাচলে কাদের সরকার? তামিলনাড়ুতে যৌথ ভাবে সরকারে। আমরা একটা রাজ্যে। আমরা করি না বলে আমাদের বদনাম করে।”

আরও একবার তৃণমূল সুপ্রিমো জানিয়ে দেন, ”দিল্লিতে জোটের সরকার হলে আমরা যোগ দেব। কিন্তু বাংলায় বিজেপির বিরুদ্ধে তৃণমূল একা লড়বে। কারণ কংগ্রেস এবং সিপিএম বিজেপির দুটো চোখ। আমারা যে কথা ইস্তেহারে দিয়েছি সেগুলো সব রাখব। দিল্লিতে বাংলার একটা বড় রোল আছে। বাংলা ছাড়া কিছুই হবে না।”

রায়গঞ্জে কংগ্রেসের প্রার্থী আলি ইমরান রামজকে কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো। নাম না করে বলেন,”তাঁর নাকি টাকা নেই! দেব একটা লক্ষ্মীর ভাণ্ডার। লোকের থেকে আঁচল পেতে টাকা নিচ্ছেন। সব নিজের কাছে রাখবেন। উত্তর দিনাজপুরে আপনার ফসল চলছে। কোথা থেকে আসছে টাকা?” এই কেন্দ্রে ভোট কাটার জন্য কংগ্রেস প্রার্থী দিয়েছে বলে অভিযোগ মমতার (Mamata Banerjee)।

মমতা সভায় জেলার তিন কংগ্রেস ব্লক সভাপতি যোগদান করেন তৃণমূল। ইসলামপুরের সাদিকুল ইসলাম, গোয়ালপোখরের নুর হাসান ও চাকুলিয়ার মহম্মদ মোস্তফা হাত ছেড়ে জোড়াফুলের পতাকা হাতে তুলে নেন।




spot_img

Related articles

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ...

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...