Thursday, August 28, 2025

চুপসে গিয়েছে বিজেপির ৪০০-র বেলুন! তীব্র কটাক্ষ অভিষেকের, একের বদলা চারের ফর্মুলা

Date:

বাংলা তথা গোটা দেশে বিজেপির প্রকৃত প্রতিদ্বন্দ্বী যদি কেউ থাকে তাহলে সেটা তৃণমূল, নির্বাচনী প্রচারে সেটা বারবার তুলে ধরেছেন তৃণমূল নেতৃত্ব। মালদহে একটি লোকসভা আসন বিজেপির দখলে। এই পরিস্থিতিতে মালদহের মানুষই বুঝতে পারছেন বিজেপিকে ক্ষমতায় আনা আর “খাল কেটে কুমির আনা এক” , মালদহ দক্ষিণ কেন্দ্রে নির্বাচনী প্রচারে দাবি তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বাংলার মানুষের প্রতিরোধের পরেই বিজেপি নিজেদের ২০০ আসন নিশ্চিত করতে লড়ছে বলেই দাবি অভিষেকের।

মালদহ দক্ষিণ কেন্দ্রের বৈষ্ণবনগরে নির্বাচনী প্রচারে রবিবার মালদহে আসা কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংকে কটাক্ষ করে অভিষেক বলেন, “কেন্দ্রের মন্ত্রী রাজনাথ সিং এখানে সভা করতে এসেছিলেন। তিনি মালদহ দক্ষিণে সভা করে বলছেন মালদহ পূর্বে সভা করছেন। কোথায় সভা করছেন জানেন না। বাংলাকে এরা জানেন না।”

একদিকে যখন কংগ্রেসের রাজ্যের নেতারা বিজেপির কাছে মাথা বিকিয়ে দিয়েছেন বলে তৃণমূল অভিযোগ করছে সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের দাবি, “কংগ্রেস অনেক রাজ্যে ক্ষমতায় আছে, সেখানে কংগ্রেসের দল ভাঙিয়ে বিজেপি নির্বাচনে জিতছে। আমাদের দল ভাঙাতে এসেছিল ২০২১ সালে। যারা গিয়েছিল তারা সুড়সুড় করে ফিরে এসেছে। সবাইকে নিইনি, যারা পাপের প্রায়শ্চিত্ত করেছে তারা দলে জায়গা পাবে।” সেই সঙ্গে তিনি যোগ করেন, “বিজেপি যে ভাষায় কথা বোঝে তৃণমূল সেই ভাষায় কথা বলতে জানে। বিজেপি আমাদের একটা বিধায়ক ভাঙলে আমরা চারটে ভাঙতে জানি। বিজেপি একটা সাংসদ ভাঙলে আমরা চারটে ভাঙতে জানি। ”

তবে নির্বাচনের আগে বাংলার দেখানো পথে গোটা ভারত জেগে উঠছে বলে দাবি তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। বিজেপি নেতাদের কটাক্ষ করে তিনি বলেন, “কয়েকটা দিন ধরে বলছিল ‘অব কি বার ৪০০ পার’। কয়েকটাদিন ধরে বেলুন চুপসে গিয়েছে। এখন বলছে ৩০০ পার। আর ১৫ দিনের মধ্যে সেটা ২০০ তে এসে ঠেকবে।”

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version