Thursday, November 6, 2025

“মানুষের ভালোবাসা চিৎকার করে বলছে মমতা জিতছে!” মনোনয়নের দিন দাবি শত্রুঘ্ন সিনহার

Date:

আজ, মঙ্গলবার বর্ণাঢ্য পদযাত্রা করে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কাছে মনোনয়নপত্র জমা দিলেন আসানসোলের বিদায়ী সাংসদ ও তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধায়ের প্রশংসাও করলেন তিনি। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিরষ্কার করে শত্রুঘ্ন জানান, বাংলা আর আসানসোল তাঁকে ফের উচিত শিক্ষা দেবে বলেও দাবি করলেন।

এদিন সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ সহধর্মিনী পুনমকে সঙ্গে নিয়ে আসানসোল রবীন্দ্রভবন বিশাল মিছিল করে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা।

মনোনয়ন পেশের আগে তৃণমূলের তারকা প্রার্থী বলেন, “আমরা অসাধারণ পরিবেশ দেখতে পাচ্ছি। এত গরমের মধ্যেও প্রচুর মানুষ যে আমাদের সঙ্গে রয়েছেন তাতে প্রমাণ হচ্ছে আমরা যা কাজ করেছি তা জনগণের স্বার্থে। তাঁদের এই ভালোবাসা চিৎকার করে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস জিতে গেছে। আমরা বলতে চাই যে একসময়ে বলা হত বাংলা আজকে যা ভাবে ভারত সেটা আগামীকাল চিন্তা করে। যে ঘটনা আজকে সত্যি হচ্ছে। যা যা প্রকল্প আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে থাকাকালীন নিয়েছেন তাই পরবর্তী কালে অন্য নামে চালু করেছে কেন্দ্রীয় সরকার।”

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে শত্রুঘ্ন সিনহা বলেন, “যেভাবে প্রধানমন্ত্রী আপত্তিকর ভাষা ব্যবহার করছেন তা আচমকা নয়। গতবারও তিনি ‘দিদি ও দিদি’ বলে ডেকে মুখ্যমন্ত্রীকে নিয়ে বিদ্রুপ করেছিলেন। এই রাজ্যের মানুষ তার যোগ্য জবাব দিয়েছেন। এবারও আমি মনে করি বাংলার মানুষ আগেকার সব রেকর্ড ভেঙে জয়ের নতুন একটা রেকর্ড তৈরি করবেন। প্রধানমন্ত্রী মোদিকে ফের উচিত শিক্ষা দিয়ে নতুন ইতিহাস লিখবেন পশ্চিমবঙ্গ তথা আসানসোলের মানুষ।”

আরও পড়ুন- চুপসে গিয়েছে বিজেপির ৪০০-র বেলুন! তীব্র কটাক্ষ অভিষেকের, একের বদলা চারের ফর্মুলা

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version