Thursday, November 13, 2025

স্ত্রীর কড়া বার্তা, অবশেষে জেলে জীবনদায়ী ইনসুলিন পেলেন কেজরি

Date:

Share post:

বিরোধী জোটের মঞ্চে দাঁড়িয়ে সুনিতা কেজরিওয়াল (Sunita Kejriwal) দাবি করেছিলেন তাঁর স্বামী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জেলের ভিতরেই মেরে ফেলার চক্রান্ত করছে বিজেপি। রবিবার তাঁর এই অভিযোগের পরই সোমবার রাতে ইনসুলিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। সোমবার ক্রমশ বাড়তে বাড়তে তাঁর সুগারের মাত্রা (sugar level) ৩২০ হয়ে যায়। নিয়মিত ইনসুলিন নেওয়া রোগির ক্ষেত্রে যা মারাত্মক। এরপরই তিহার জেল কর্তৃপক্ষ তাঁকে ইনসুনিল (insulin) নেওয়ার অনুমতি দেয়।

বিজেপির স্বৈরতান্ত্রিক শাসনে কেন্দ্রীয় এজেন্সির ব্যবহারে ইতিমধ্যেই চরম মাশুল দিচ্ছে বিজেপি বিরোধী প্রায় প্রতিটি দল। এবার জেলে বন্দি অরবিন্দ কেজরিওয়ালকে প্রয়োজনীয় চিকিৎসা নিতে বাধা দেওয়ার অভিযোগ সরব হলেন তাঁর স্ত্রী সুনিতা কেজরিওয়াল। রবিবার রাঁচিতে (Ranchi) জোটের মঞ্চ থেকে সুনিতা কেজরিওয়াল দাবি করেন কেন্দ্র সরকার ইনসুলিন বন্ধ করে রেখেছে কেজরিওয়ালের। তাঁর স্বামীর দিনে ৫০ এমএল ইনসুলিনের প্রয়োজন হয়। তিনি ১২ বছর ধরে সুগারের রোগী। অথচ তিহার জেল (Tihar jail) কর্তৃপক্ষ দাবি করে এইমস-এর সঙ্গে পরামর্শেই তাঁরা ইনসুলিন দেওয়ার ব্যাপারে সম্মতি দেননি। সোমবার রাতারাতি সিদ্ধান্ত বদল তিহার জেল কর্তৃপক্ষের।

সোমবার কেজরিওয়ালের সুগার পরীক্ষার রিপোর্টে দেখা যায় তাঁর সুগার বেড়ে ৩২০ হয়ে গিয়েছে যার স্বাভাবিক মাত্রা ৭০ থেকে ১০০। এরপরই সোমবার সন্ধ্যা থেকে তাঁর ইনসুলিনের অনুমতি দেয় জেল কর্তৃপক্ষ। দশদিন ধরে আবেদন করেও যে ফল ইতিবাচক হয়নি, জোটের মঞ্চে অভিযোগ করতেই তাতে ফল মিলেছে। অন্যদিকে মঙ্গলবার দিল্লি আদালতে কেজরির বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়েছে। ৭ মে পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে তিহার জেলেই থাকতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...