Wednesday, November 12, 2025

আইএসএল-এর প্রথম লেগের সেমিফাইনালে ওড়িশা এফসির বিরুদ্ধে এগিয়ে থেকেও ২-১ হেরে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচে লাল কার্ড দেখেন বাগানের সাদিকু। লাল কার্ড দেখেন ওড়িশার দেলগার্ডোও। ২৮ এপ্রিল আইএসএল-এর দ্বিতীয় লেগের সেমিফাইনালে নামবে মোহনবাগান-ওড়িশা।

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। মাঝমাঠের নিয়ন্ত্রণ নেওয়াই ছিল ওড়িশার ফুটবলারদের প্রাথমিক লক্ষ্য। তবে প্রথম গোল পেতে বাগানের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ৩ মিনিটের মাথায় বাগানকে ১-০ গোলে মনবীর সিং। ম্যাচের ৩ মিনিটে বাঁদিক থেকে আসা কর্নারে মাথা ছুঁইয়ে গোল করেন মনবীর। তবে এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি হাবাসের দল। ম্যাচের ১১ মিনিটের মাথায় সমতা ফেরায় ওড়িশা। জুয়ানের নেওয়া কর্নার থেকে মোহনবাগান বক্সে বল পেয়ে যান ফাঁকায় দাঁড়ানো কার্লোস ডেলগাডো। গোল করতে ভুল করেননি তিনি। ওড়িশার একের পর এক আক্রমণের সামনে কিছুটা চাপে পড়ে যায় মোহনবাগান। সবুজ-মেরুন ফুটবলারেরা একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে বল দখল করতে পারছিলেন না। এরপর একের পর এক সুযোগ নষ্ট করে বাগান ব্রিগেড। ২২ মিনিটে জনি কাউকো সুযোগ নষ্ট করার পর, ২৪ মিনিটে দিমিত্রি পেত্রাতোসেরা গোল করার সুযোগ নষ্ট করেন। পেত্রাতোসের দুরন্ত শট আটকে দেন ওড়িশা গোলরক্ষক অমরিন্দর সিং। তবে এরই মধ্যে ২-১ গোলে এগিয়ে যায় ওড়িশা। ৩৯ মিনিটে ওড়িশার হয়ে ২-১ করেন রয় কৃষ্ণা। এই গোলে ওড়িশার স্ট্রাইকারের কৃতিত্ব অস্বীকার না করলেও দায় এড়াতে পারে না মোহনবাগান রক্ষণ। মোহনবাগান ফুটবলারদের ভুলেই বক্সের মধ্যে বল পেয়ে যান বাগানের প্রাক্তন ফিজিও। গোলরক্ষক বিশাল কাইতও আগে ভাগে গোল ছেড়ে বেরিয়ে এসে কৃষ্ণার কাজ সহজ করে দেন। প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে থাকে মোহনবাগান।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণে ঝাপায় মোহনবাগান। তবে দ্বিতীয়ার্ধে কিছুটা রক্ষণাত্মক হয়ে যায় ওড়িশা। মূলত প্রতিআক্রমণমূলক ফুটবল খেলতে শুরু করেন লোবেরার ছেলেরা। সেই সময়ই মাথা গরম করে লাল কার্ড দেখেন সাদিকু। আবার ৭৪ মিনিটে ডেলগাডো বক্সের মধ্যে হাতে বল লাগালে দ্বিতীয় হলুদ কার্ড এবং লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে দু’দলই ১০ জনে হয়ে যায়। তবে তাতেও গোল করতে পারেনি মোহনবাগান।যার ফলে কলকাতায় দ্বিতীয় লেগের ম্যাচে ২ গোলে জিততে হবে হাবাসের দলকে । তবেই ফাইনালে পৌঁছে যাবে মোহনবাগান সুপার জায়ান্ট।

আরও পড়ুন- সেমিফাইনালে মোহনবাগান জয় পেলে আইএসএল ফাইনাল যুবভারতীতে


Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version