Monday, November 17, 2025

দেবকে দেখেই “জয় শ্রীরাম” স্লোগান! এগিয়ে গিয়ে বিজেপি কর্মীকে বুকে টানলেন তৃণমূল প্রার্থী

Date:

আগামী ২৬ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফায় তিন আসনে ভোট গ্রহণ। তার আগে আজ, মঙ্গলবার সকালে রায়গঞ্জ ও বালুরঘাটে দলীয় প্রার্থীর প্রচারে এসে বাগডোগরা বিমানবন্দরে নামেন অভিনেতা তথা ঘাটালে তৃণমূলের তারকা প্রার্থী দেব। বিমানবন্দর থেকে বাইরে আসতেই দেবকে দেখে “জয় শ্রীরাম” স্লোগান বিজেপির গুটিকয়েক সমর্থকের। তবে দেব তা দেখে বা শুনে একেবারেই বিচলিত হননি। বরং, হাসি মুখে ওই বিজেপি কর্মীর দিকে এগিয়ে যান। বুকে টেনে নিয়ে আলিঙ্গন করেন। একজনের সঙ্গে হাত মেলান। তৃণমূলের তারকা প্রচারক।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, “জয় শ্রীরাম স্লোগান নিয়ে কোনও সমস্যা তাঁর নেই। রাম ভগবান , আমি নিজে দরগাতে যাই। অনেক মুসলিম সাঁইবাবায় যান। ভারতবাসীদের ধর্ম শেখাতে আসবেন না।” হাসি মুখে দেবের সংযোজন, “বিরোধী দলকে দেখলে এরকম স্লোগান হয়। আর দেবকে দেখলে এমন স্লোগান হবে না! এমন তো হতেই পারে না। দেব জানে কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। রাগ অভিমানে নয়। ভালোবাসাতেও কাজ করা যায়।”

বালুরঘাট, রায়গঞ্জে প্রচারে আসা প্রসঙ্গে দেব বলেন, “মানুষ যেন তৃণমূলের পক্ষে ভোট দেয়। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের উন্নয়নে অনেক কাজ করেছেন। এবারের প্রচার অনেক ভালো। ভালো সাড়া পাচ্ছি। ১৯ থেকে এবার অনেক ভালো ফল হবে। সিট বাড়বে । আমি দলের হয়ে চাইব, প্রথম তিনটি সিট তৃণমূলই জিতুক। তবে রায়গঞ্জ ও বালুরঘাটে প্রচার করব। চাইব তৃণমূল জিতুক। ২০১৯ সালের ভুলগুলো তৃণমূল এবার শুধরে নিয়েছে।”

নিজের কেন্দ্রে ঘাটাল নিয়েও আত্মবিশ্বাসী দেব। তাঁর কথায়, “একমাস বাকি রয়েছে নির্বাচনের। মানুষ যাকে বিশ্বাস করবে, তাকে ভোট দেবে।” হিরণের কথা শুনতেই দেবের কটাক্ষ “ও যত বেশি বলবে আমার লাভ। ও কথা বললেই ভোট বাড়বে তৃণমূলের।”

আরও পড়ুন- বাড়ল মমতা – অভিষেকের নিরাপত্তা, জনসভাতেও আঁটোসাঁটো নজরদারি

 

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version