Tuesday, November 11, 2025

মেয়ের মুখে গোঁফের রেখা, UP বোর্ডের টপারকে তীব্র কটাক্ষ নেটপাড়ায় 

Date:

টপার হয়েও ট্রোলড! উত্তরপ্রদেশ জুড়ে সকলের মুখে এখন একটাই নাম- প্রাচী নিগম (Prachi Nigam)। ক্লাস টেনের বোর্ড পরীক্ষায় শীর্ষস্থান পেয়ে সকলকে চমকে দিয়েছেন এই পড়ুয়া। তবে প্রাচীর ছবি সমাজমাধ্যমে ভাইরাল হতেই নেটপাড়ার একাংশ যা করল তা সব শালীনতার সীমা লঙ্ঘন করে গেল। প্রাচীর ছবিতে তাঁর মুখে লোমের আধিক্য ধরা পড়ে। এরপরই শুরু হয় কুৎসিত আক্রমণ। সমবয়সি থেকে নেটিজেন, কেউ ছেড়ে কথা বলেনি। এক কথায় মুখ ভরা লোম, স্পষ্ট গোঁফের রেখা যেন টপার হয়েও ট্রোলিং বিদ্ধ করল এই মেধাবী ছাত্রীকে। কটাক্ষের বিরোধীতা করে পড়ুয়ার (Prachi Nigam) পাশে দাঁড়িয়েছেন শুভবুদ্ধিসম্পন্ন অনেকেই।

উত্তরপ্রদেশ মাধ্যমিক শিক্ষা বোর্ড সম্প্রতি দশম ও দ্বাদশ শ্রেণির রেজাল্ট প্রকাশ করেছে। প্রাচী সেখানে ৯৮.৫০ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন ৬০০ র মধ্যে ৫৯১ পেয়ে শীর্ষ স্থানাধিকারী এই পড়ুয়া। আজ গোটা উত্তরপ্রদেশের গর্ব প্রাচী। তাঁর যা বয়স এই বয়সে বহু কিশোরীই বাহ্যিক রূপ নিয়ে মাতামাতি করেন। কিন্তু প্রাচী ব্যতিক্রমী, তাই নিজের মেধাকে প্রাধান্য দিয়েছেন। দিনরাত এক করে শুধু পড়াশোনায় মন দিয়েছেন আর ফল মিলেছে হাতে নাতে। কিন্তু এ কেমন শিক্ষিত সমাজ যারা ২০২৪ সালে দাঁড়িয়েও এভাবে মানুষের সৌন্দর্যের বিচার করে? অনেকেই জানেন, হরমোনের কারণে কোনও কোনও মহিলার শরীরে ও মুখে লোমের আধিক্য বেশি থাকে। প্রাচীর ক্ষেত্রে কোনও মেডিক্যাল সমস্যা আছে কিনা তা না জেনে এমন আচরণ যথেষ্ট নিন্দনীয়। এই ধরণের কুৎসিত আক্রমণ যেকোনও মানুষের মানসিক বিপর্যয় আনতে পারে। কে দায় নেবে? এই সমাজমাধ্যম না নেট ব্যবহারকারীরা? কিছু শুভবুদ্ধিসম্পন্ন ব্যক্তি এই গোটা বিষয়ে সমালোচনা করে প্রাচীর পাশে দাঁড়িয়েছেন। উত্তরপ্রদেশের সীতাপুর জেলার পড়ুয়া আগামীতে IIT-JEE ক্র্যাক করার স্বপ্নে বিভোর। তাই যুক্তিহীন কিছু কথা সাজিয়ে ভাইরাল হওয়ার লক্ষ্যে এই ধরণের মন্তব্যের বিরোধিতা করেছে নেটপাড়ার একাংশ।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version