Friday, December 26, 2025

আমাকে মারার পরিকল্পনা! রঘুনাথগঞ্জে গর্জে উঠলেন অভিষেক, নিশানা বিজেপি প্রার্থী অভিজিৎ

Date:

Share post:

বিচারপতির আসনে বসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় কতটা রাজনৈতিকভাবে প্রভাবিত ছিল, মুর্শিদাবাদে সেই ছবি স্পষ্ট করে তুলে ধরলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র বাংলায় তৃণমূলের জয়যাত্রাকে থামাতে বারবার কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের হেনস্থা করার অভিযোগে বরাবরই সরব তৃণমূল নেতৃত্ব। কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে বিচার ব্যবস্থাকেও কতটা প্রভাবিত করেছে বিজেপি, তার সর্বোচ্চ উদাহরণ প্রাক্তন বিচারপতি, বর্তমান বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্বাচনী জনসভা থেকে বিজেপির চক্রান্তে বিচার ব্যবস্থা দিয়ে হেনস্থা করার পাশাপাশি তাঁকে মারার চেষ্টার অভিযোগে সরব হন অভিষেক।

সম্প্রতি মুম্বই থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর রেকি করা জঙ্গি লিঙ্কম্যানকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। একের পর এক রাজনৈতিক উদ্দেশ্যমূলক হেনস্থার পরে তৃণমূল নেতাকে খুনের চক্রান্ত নিয়ে সরব হয়েছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রঘুনাথগঞ্জের জনসভা থেকে তা নিয়ে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তিনি দাবি করেন, “দুদিন আগে আমাকে মারার পরিকল্পনা করেছিল। সেটাও কলকাতা পুলিশ হাতেনাতে ধরে ফেলে। আমি আমার প্রাণ নিয়ে চিন্তিত নই।”

কেন্দ্রের বিজেপি সরকার বিচার ব্যবস্থাকে কীভাবে পকেটে ভরে রেখেছে তার উদাহরণ হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদাহরণই তিনি তুলে ধরেন। নাম না করে তিনি বলেন, “আমাকে দেখুন। চার বছর ধরে বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়েছে। আর যে বিচারক রায় দিয়েছিল সে আজ বিজেপির প্রার্থী। আগে বিচারকরা রায় দিত চোরেরা চুরি করে জেলে যাবে। আর এখন বিচারকরা বিচার ব্যবস্থা ছেড়ে দিয়ে চোরেদের হাত ধরে বিজেপি জয়েন করছে। কী করুণ পরিস্থিতি দেশের! সে ইডি-সিবিআইকে লাগিয়েছিল আমার বিরুদ্ধে।”

সেই প্রাক্তন বিচারকের নির্দেশের পরই হেনস্থা হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, “আমায় কখনও দিল্লিতে ডেকেছে, কলকাতায় ডেকেছে। আমার স্ত্রী, এমনকি আমার বয়স্ক মা-বাবাকেও ছাড়েনি। সবাইকে হেনস্থা করেছে। পরবর্তীকালে আমি যাতে মিটিং না করতে পারি আমার হেলিকপ্টারে তল্লাশি চালিয়েছে আয়কর দফতরকে লাগিয়ে।”

spot_img

Related articles

ফের টরেন্টোতে খুন ভারতীয় ছাত্র! বিশ্ববিদ্যালয়ের সামনেই গুলি

হিমাংশি খুরানার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের টরেন্টোতে (Toronto) খুন আরেক ভারতীয় যুবক। নিহত পড়ুয়ার নাম শিবাংঙ্ক...

বৈভবের মুকুটে নতুন পালক, রাষ্ট্রপতির থেকে পেলেন সর্বোচ্চ সম্মান

তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীর (vaibhav Suryavanshi)মুকুটে এবার জুড়ল নতুন পালক, নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টিনএজার ক্রিকেটার...

ফের মমতার দেখানো পথে ডবল ইঞ্জিন সরকার! ‘মা ক্যান্টিনে‘র আদলে দিল্লিতে ‘অটল ক্যান্টিন’

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একের পর এক জনমুখী প্রকল্প নকল করে প্রচারের আলোয় থাকতে চাইছে বিজেপি...

ইআরও–দের না জানিয়েই ভোটারদের নাম বাদ, মনোজ আগরওয়ালকে চিঠি আমলাদের

রাজ্যে এসআইআরের খসড়া তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যা নিয়ে রাজনৈতিক  বিতর্ক তুঙ্গে। এরইমধ্যে ইআরওদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।...