Monday, May 19, 2025

আমাকে মারার পরিকল্পনা! রঘুনাথগঞ্জে গর্জে উঠলেন অভিষেক, নিশানা বিজেপি প্রার্থী অভিজিৎ

Date:

Share post:

বিচারপতির আসনে বসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় কতটা রাজনৈতিকভাবে প্রভাবিত ছিল, মুর্শিদাবাদে সেই ছবি স্পষ্ট করে তুলে ধরলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র বাংলায় তৃণমূলের জয়যাত্রাকে থামাতে বারবার কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের হেনস্থা করার অভিযোগে বরাবরই সরব তৃণমূল নেতৃত্ব। কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে বিচার ব্যবস্থাকেও কতটা প্রভাবিত করেছে বিজেপি, তার সর্বোচ্চ উদাহরণ প্রাক্তন বিচারপতি, বর্তমান বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্বাচনী জনসভা থেকে বিজেপির চক্রান্তে বিচার ব্যবস্থা দিয়ে হেনস্থা করার পাশাপাশি তাঁকে মারার চেষ্টার অভিযোগে সরব হন অভিষেক।

সম্প্রতি মুম্বই থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর রেকি করা জঙ্গি লিঙ্কম্যানকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। একের পর এক রাজনৈতিক উদ্দেশ্যমূলক হেনস্থার পরে তৃণমূল নেতাকে খুনের চক্রান্ত নিয়ে সরব হয়েছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রঘুনাথগঞ্জের জনসভা থেকে তা নিয়ে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তিনি দাবি করেন, “দুদিন আগে আমাকে মারার পরিকল্পনা করেছিল। সেটাও কলকাতা পুলিশ হাতেনাতে ধরে ফেলে। আমি আমার প্রাণ নিয়ে চিন্তিত নই।”

কেন্দ্রের বিজেপি সরকার বিচার ব্যবস্থাকে কীভাবে পকেটে ভরে রেখেছে তার উদাহরণ হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদাহরণই তিনি তুলে ধরেন। নাম না করে তিনি বলেন, “আমাকে দেখুন। চার বছর ধরে বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়েছে। আর যে বিচারক রায় দিয়েছিল সে আজ বিজেপির প্রার্থী। আগে বিচারকরা রায় দিত চোরেরা চুরি করে জেলে যাবে। আর এখন বিচারকরা বিচার ব্যবস্থা ছেড়ে দিয়ে চোরেদের হাত ধরে বিজেপি জয়েন করছে। কী করুণ পরিস্থিতি দেশের! সে ইডি-সিবিআইকে লাগিয়েছিল আমার বিরুদ্ধে।”

সেই প্রাক্তন বিচারকের নির্দেশের পরই হেনস্থা হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, “আমায় কখনও দিল্লিতে ডেকেছে, কলকাতায় ডেকেছে। আমার স্ত্রী, এমনকি আমার বয়স্ক মা-বাবাকেও ছাড়েনি। সবাইকে হেনস্থা করেছে। পরবর্তীকালে আমি যাতে মিটিং না করতে পারি আমার হেলিকপ্টারে তল্লাশি চালিয়েছে আয়কর দফতরকে লাগিয়ে।”

spot_img

Related articles

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫...

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...

বাংলার বদনামের প্রতিবাদ করুন: শিল্পমহলকে আহ্বান মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্প হয় না। বারবার এই অভিযোগ তোলে বিরোধীরা। কিন্তু একের পর একর বাণিজ্য সম্মেলন ও শিল্পস্থাপনই প্রমাণ...