Sunday, August 24, 2025

তীব্র গরমে বক্তৃতার মধ্যেই সংজ্ঞাহীন নীতীন! উদ্বেগ প্রকাশ করে সুস্থতা কামনা মমতার

Date:

Share post:

প্রচারমঞ্চে বক্তৃতার সময় সংজ্ঞাহীন হয়ে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি (BJP) নেতা নীতীন গড়কড়ি (Nitin Gadkari)। মহারাষ্ট্রের যবতমলে নির্বাচনী প্রচারে গিয়ে অসুস্থ হয়ে পড়েন নীতীন। প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে ওঠেন তিনি। তাঁর অসুস্থতার খবরে উদ্বিগ্ন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্স হ্যান্ডেল নীতীনের সুস্থতা কামনা করে পোস্ট করেন তিনি। একই সঙ্গে তীব্র গরমে দীর্ঘদিন ধরে ভোট চলা নিয়েও উষ্মা প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো।

দেশজুড়ে তীব্র গরম। অনেক রাজ্যে তাপপ্রবাহ। তার মধ্যেই তিনমাস ধরে চলছে লোকসভা নির্বাচন। ফলে প্রচার চালাচ্ছেন রাজনৈতিক দলের নেতানেত্রীরা। এই আবহে বুধবার মহারাষ্ট্রের যবতমলে নির্বাচনী প্রচার চলাকালীন মঞ্চে ভাষণ দিচ্ছিল নীতীন গড়কড়ি। সেই সময়েই হঠআৎ সংজ্ঞা হারান তিনি। ঘটনায় মঞ্চে চাঞ্চল্য ছড়ায়। প্রাথমিক শুশ্রষার পরেই জ্ঞান ফেরে কেন্দ্রীয় মন্ত্রীর। পরে নিজের এক্স হ্যান্ডেলে নীতীন লেখেন, ‘‌‘প্রচণ্ড গরমে আমার অস্বস্তি শুরু হয়। মহারাষ্ট্রের পুসাদে তীব্র গরমে শরীর খারাপ লাগে। তবে এখন আমি সম্পূর্ণ সুস্থ। আপনাদের ভালবাসা ও শুভ কামনার জন্য ধন্যবাদ।‘‌‘

নীতীনের অসুস্থতার খবর শুনে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি লেখেন, ‘‌‘বর্ষীয়ান কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা নীতীন গড়কড়ির দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতা প্রার্থনা করি।এই তীব্র গ্রীষ্মের প্রচণ্ড গরমে নির্বাচনী প্রচার সত্যিই অসহনীয়। আজ ২৪ এপ্রিল। আপনি ভাবতে পারেন, আমাদের ৭ দফার নির্বাচন ১ জুন পর্যন্ত চলবে?!!‘‌‘

এই তীব্র দহনে এতদিন ধরে নির্বাচন নিয়ে আগেই সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। এদিনও সভা মঞ্চ থেকে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিজেপিকে সন্তুষ্ট করার জন্য গরমের মধ্যে তিনমাস ধরে নির্বাচন হচ্ছে! মমতার ক্ষোভ যে যথেষ্ট যুক্তিসঙ্গত এদিন নীতীনে অসুস্থতাই তার প্রমাণ।




spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...