Monday, August 25, 2025

কেন্দ্রের কাছে নিজেদের দাবি তুলে ধরতে কৃষকদের দিল্লি পৌঁছনো কেউ আটকাতে পারেনি। পঞ্জাবের কৃষকদের পরে তামিলনাড়ুর (Tamilnadu) কৃষকরা অভিনব আন্দোলন নির্বাচন প্রক্রিয়ার মাঝেই দিল্লির আবহাওয়া আরও উত্তপ্ত করে তুলেছে। বুধবার কখনও মোবাইল টাওয়ারের (mobile tower) উপরে উঠে, কখনও গাছের উপর চড়ে নিজেদের দাবি কেন্দ্র সরকারের কান পর্যন্ত পৌঁছে দিতে চেষ্টার কসুর করলেন না তাঁরা। যদিও কেন্দ্রের তরফে তাঁদের আন্দোলনকে এখনও থোড়াই কেয়ারের ভঙ্গিতেই ফেলে রাখা হয়েছে।

জানুয়ারি থেকে পঞ্জাবের কৃষকরা গোটা দেশের কৃষকদের দাবি তুলে ধরার চেষ্টা করেছিলেন কেন্দ্র সরকারের কাছে। একাধিক বৈঠকের পরও তাঁদের দাবি মানতে রাজি হয়নি কেন্দ্র সরকার। এরপরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন সংঘটিত করার পরিকল্পনা নেন তাঁরা। যদিও বিভিন্ন রাস্তা আটকে ও ট্রেন বন্ধ করে, এমনকি ট্রেন-রেলস্টেশন থেকে কৃষকদের গ্রেফতার করে সেই আন্দোলন থামানোর চেষ্টা করে। তবে এবার তামিলনাড়ুর কৃষকরা দিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar) আন্দোলনে।

তাদের দাবি, ফসলের দ্বিগুণ দাম, প্রতি কৃষককে ৫ হাজার টাকা অবসর ভাতা (persion), প্রত্যেকের বিমা (insurance) এবং ভারতের নদীপথগুলির মধ্যে সংযোগ স্থাপন। কেন্দ্রের কৃষক নীতির জন্য তামিলনাড়ুতে বাড়ছে কৃষক মৃত্যু। গোটা ভারতের ছবিটাও একই। মৃত কৃষকদের প্রতীকী মাথার খুলি নিয়ে যন্তর মন্তরে প্রতিবাদে বসেন কৃষকরা। বুধবার সেই আন্দোলনের ঝাঁঝ আরও বাড়ে। কিছু কৃষক মোবাইলের টাওয়ারে উঠে প্রতিবাদ করেন। দিল্লি দমকল বিভাগের মই এনে তাঁদের নামানো হয়। আবার মহিলা প্রতিবাদী কৃষকরা গাছের উপর চড়লে দিল্লি পুলিশ তাঁদের টেনে হিঁচড়ে নিচে নামায়।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version