Saturday, January 10, 2026

একই নির্বাচনে দুবার ভোট! কীভাবে আটকাবেন ‘কারচুপি’ হয়রান প্রশাসন

Date:

Share post:

একদিন লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতেই যখন সাধারণ মানুষ হিমসিম তখন ১৪টি গ্রামের মানুষকে ভোট দিতে হয় দুবার! প্রশাসনিক টানাপোড়েনে দুই রাজ্যের বাসিন্দা এই গ্রামগুলির প্রায় ৫ হাজার মানুষ। ২০২৪ লোকসভা নির্বাচনে (Loksabah Election 2024) প্রথম দফায় ১৯ এপ্রিল মহারাষ্ট্রে (Maharashtra) ভোট দেওয়ার পর তাঁরা অপেক্ষা করছেন ১৩ মে আবার তেলেঙ্গানার (Telengana) নির্বাচনের দিন ভোট দেওয়ার। অন্যদিকে মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলা প্রশাসন চাইছে ১৯ এপ্রিল ভোটের কালির দাগ যেন তাড়াতাড়ি উঠে না যায় ভোটারদের হাত থেকে।

স্বাধীনতার ৭৫ বছর পরেও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা (federal system) কতটা সমস্যার মধ্যে রয়েছে ভারতে তার প্রমাণ মহারাষ্ট্র, তেলেঙ্গানার সীমানায় চন্দ্রপুর জেলার তাড়োবা ব্যাঘ্র অভয়ারণ্য সীমান্তবর্তী ১৪টি গ্রামের বাসিন্দারা। একদিকে মহারাষ্ট্র সরকার দাবি করে এই গ্রামগুলি তাদের অন্তর্গত। অন্যদিকে এক সময়ের অবিভক্ত অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) দাবি করে এসেছে গ্রামগুলি তাদের এলাকার মধ্যে পড়ে। সেই ধারা বজায় রেখে বর্তমানে তেলেঙ্গানা সরকার দাবি করে গ্রামগুলি আসলে তাদের প্রশাসনিক এলাকায়। এখানে বাস থেকে অটো পরিষেবা দিয়ে থাকে তেলেঙ্গানা। অন্যদিকে মহারাষ্ট্রের রাজুরার বিধায়ক সুভাষ ধোতের (Subhash Dhote) পাশাপাশি তেলেঙ্গানার কুমারাম ভীম এলাকার আসিফাবাদের বিধায়ক কোভা লক্ষ্মী (Kova Lakshmi) এই এলাকায় পরিষেবা দেন।

১৯৫৬ সালে মহারাষ্ট্র রাজ্য তৈরি হওয়ার পরে এই গ্রামগুলি তাদের অন্তর্ভুক্ত হয়। সমস্যা বাধায় অবিভক্ত অন্ধ্রপ্রদেশ। ১৯৮০ সাল থেকে তারাও এলাকার দাবিদার হিসাবে নির্বাচন প্রক্রিয়া চালাতে শুরু করে। একটা সময় গ্রামের পুরুষরা মহারাষ্ট্রে আর গ্রামের মহিলারা তেলেঙ্গানায় ভোট দিতেন। এখন তাঁরা অপেক্ষা করেন কত তাড়াতাড়ি হাতের ভোটের কালি উঠে যাবে, তবে তাঁরা অন্য রাজ্যের ভোটে অংশ গ্রহণ করতে পারবেন। দুই রাজ্যের ভোটার হিসাবে অনেকেই গর্ববোধ করেন, দুই রাজ্যের প্রশাসনে অংশ নিতে পেরে। তবে অনেকেই দুই প্রশাসনের এই টানাপড়েন থেকে দ্রুত রেহাই চান।

মহারাষ্ট্রের চন্দ্রপুর (Chandrapur) জেলা প্রশাসন অবশ্য দাবি করছে এভাবে দুবার ভোট দেওয়া বেআইনি। এশাপুর, অন্তপুর, মুকদমগুদা থেকে লেন্ডিজালা গ্রামের মানুষ ইতিমধ্যেই মহারাষ্ট্রের প্রথম দফা নির্বাচনের সময় ভোট দিয়েছেন। তাঁদের আঙুলে পড়ে গিয়েছে ভোটের কালি। এখন এই কালি ১৩ মে পর্যন্ত থেকে গেলে তাঁরা আর তেলেঙ্গানার নির্বাচনে অংশ নিতে পারবেন না। প্রশাসনও চাইছে এই কালি আরও বেশিদিন টিকে যাক।

spot_img

Related articles

গেরুয়া ফতেয়া, রামমন্দিরের ১৫ কিলোমিটারের মধ্যে আমিষ ডেলিভারি নিষিদ্ধ বিজেপি সরকারের

আমজনতার খাদ্যাভ্যাসে গেরুয়া কোপ, এবার অযোধ্যার রামমন্দির (Ram Mandir) এলাকার চারপাশে শুধু আমিষ খাবারের উপর নিষেধাজ্ঞা জারি করাই...

শীতের রাতে রাস্তায় ক্রীড়াবিদরা, যোগী রাজ্যে বক্সিং চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত অব্যবস্থা

নজিরবিহীন অব্যবস্থা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে ( National Boxing Championships)। যোগী রাজ্য উত্তরপ্রদেশের(UP) গ্রেটার নয়ডার (Greater Noida) গৌতম বুদ্ধ...

চম্পাহাটিতে বৈধ বাজি কারখানায় বিস্ফোরণ: তুবড়ি বানাতে গিয়ে আহত ৪

ফের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা চম্পাহাটিতে। সরকারি লাইসেন্সধারী কারখানায় বাজির মশলায় সমস্যার জেরে বিস্ফোরণ (blast) বলে স্থানীয় বাসিন্দাদের...

সুপ্রিম কোর্টে যেতে পারে ইডি: আগেই ক্য়াভিয়েট দাখিল রাজ্যের

আদালতের নির্দেশ না-পসন্দ। তাই কলকাতা হাই কোর্ট ছেড়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই পরিস্থিতিতে...